ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুদানের প্রেসিডেন্ট বশিরকে ‘অপসারণ’॥ খার্তুমে সেনা মোতায়েন

প্রকাশিত: ১২:২৫, ১২ এপ্রিল ২০১৯

সুদানের প্রেসিডেন্ট বশিরকে ‘অপসারণ’॥ খার্তুমে সেনা মোতায়েন

জনকণ্ঠ ডেস্ক ॥ দীর্ঘ তিন দশক ক্ষমতায় থাকার পর সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরানো হয়েছে এবং দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী পরিষদ গঠনের বিষয়ে আলোচনা চলছিল। দেশটির সরকারী সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির এক প্রাদেশিক মন্ত্রীও এমনটি জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। উত্তর দারফুরের উৎপাদন ও অর্থনীতি মন্ত্রী আদেল মাহজুব হুসেইন বলেছেন, ‘প্রেসিডেন্ট বাশারকে সরানোর পর ক্ষমতা অর্পণের জন্য একটি সামরিক পরিষদ গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।’ সুদানের সূত্রগুলো আল হাদাতের প্রতিবেদনকে সঠিক বলে নিশ্চিত করেছেন। বাশার ‘কড়া পাহারার মধ্যে’ প্রেসিডেন্টের বাসভবনে আছেন। সামরিক বাহিনীর শীঘ্রই একটি ঘোষণা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। রাজধানী খার্তুমে সেনা মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলা হয়, ‘অল্পক্ষণের মধ্যেই সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ একটি বিবৃতি দেবে। এর জন্য প্রস্তুত থাকুন।’
×