ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা ইস্যুতে চসিক, চউক ও সেনাবাহিনীর বৈঠক

প্রকাশিত: ১২:২৪, ১২ এপ্রিল ২০১৯

জলাবদ্ধতা ইস্যুতে চসিক, চউক ও সেনাবাহিনীর বৈঠক

বাংলানিউজ ॥ আসন্ন বর্ষা মৌসুমে নগরকে জলাবদ্ধতামুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও সেনাবাহিনীর বৈঠক হয়েছে। বৃহস্পতিবার মেয়র আ জ ম নাছির উদ্দীনের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জলবদ্ধতা নিরসনে ৬ হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চউক ও সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের কমান্ডারসহ অন্য কর্মকর্তারা অংশ নেন। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরে জলজট সৃষ্টি হলেই নগরবাসী সিটি কর্পোরেশনকে দোষারোপ করে। নগরবাসীর এ ভোগান্তি লাঘবের জন্য চসিক ইতোমধ্যে অনেকবার চউককে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। যাতে জলবদ্ধতা নিরসনের জন্য মেগা প্রকল্প বাস্তবায়নে চসিক ও চউকের মধ্যে সমন্বয় হয়। মেয়র বলেন, নগরের জলবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পটি প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফসল। এ প্রকল্প যাতে শতভাগ বাস্তবায়িত হয় সে বিষয়ে চসিক সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে। এ কাজে চসিকের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। রয়েছে জনবলও। এছাড়া এ কাজে কাউন্সিলরদেরও অভিজ্ঞতা রয়েছে। তাদের সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন মেয়র। দেড় বছরে মেগা প্রকল্পের তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না উল্লেখ করে মেয়র বলেন, তাই এ বছরও জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসী রক্ষা পাবে না এমন আশঙ্কা রয়েছে। উপস্থিত সেনাবাহিনীর বি. জেনারেল তানভীর সিটি মেয়রের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নে চসিকের সহযোগিতা নেবেন বলে মেয়রকে আশ্বাস দেন।
×