ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেধাস্বত্ব একাডেমি স্থাপনে সহযোগিতা করবে ওয়াইপো

প্রকাশিত: ১২:২৪, ১২ এপ্রিল ২০১৯

মেধাস্বত্ব একাডেমি স্থাপনে সহযোগিতা করবে ওয়াইপো

বাংলাদেশে মেধাস্বত্ব একাডেমি স্থাপনে সহযোগিতা করবে বিশ্ব মেধাস্বত্ব সংস্থা বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ওয়াইপো)। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব মেধাস্বত্ব সংস্থার সদর দফতরে ডব্লিউএসআইএস ফোরাম ২০১৯-এর চেয়ারম্যান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে বুধবার সন্ধ্যায় বৈঠককালে একথা জানান ওয়াইপোর মহাপরিচালক ফ্রান্সিস গুরি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ সময় তথ্যপ্রযুক্তি মন্ত্রী ওয়াইপো মহাপরিচালক বাংলাদেশ সফরকালে আইপি একাডেমি স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শের কথা উল্লেখ করেন। এর জবাবে ফ্রান্সিস গুরি মন্ত্রীকে আইপি একাডেমি স্থাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। - বাসস
×