ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু আজ

প্রকাশিত: ১২:২২, ১২ এপ্রিল ২০১৯

লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। ভেন্যু ঐতিহাসিক পল্টন ময়দান। সেটা শুরু হচ্ছে আজ শনিবার থেকেই। সম্প্রচারে চ্যানেল আই। প্রধান অতিথি হিসেবে এই আসরের উদ্বোধন করবেন সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন)। প্রতিযোগিতায় থাকবে বলি খেলা, লাঠি খেলা, হাডুডু, কুস্তি, বৌচি, দাঁড়িয়াবান্ধা, ষাঁড়ের লড়াই ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। অধিকাংশই ব্যক্তিগত তহবিল থেকে যোগান দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে। এতে উপস্থিত ছিলেন আশিকুর রহমান মিকু (মহাসচিব, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ), শাইখ সিরাজ (সভাপতি, বাংলাদেশ কান্ট্রি গেমস এ্যাসোসিয়েশন), সিরাজউদ্দিন মোঃ আলমগীর (সহ-সভাপতি, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ) প্রমুখ। এই আসরে বিশেষ সম্মাননা জানানো হবে তৃনমূলের সাত ক্রীড়া সংগঠককে। এরা হলেন : ইকবাল খান (মরণোত্তর), দুলু আফেন্দি (মরণোত্তর), আব্দুর রহমান (মরণোত্তর), ব্রজ গোপাল শাহা (কালাদা), মালা রাণী সরকার (কলসিন্দুর স্কুল, ময়মনসিংহ), রণজিৎ দাস (ফুটবল) এবং খান তৌহিদুল ইসলাম (টেবিল টেনিস ও ভলিবল)।
×