ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হার্দিক, রাহুলের ব্যাপারে সিদ্ধান্ত অচিরেই

প্রকাশিত: ১২:২২, ১২ এপ্রিল ২০১৯

হার্দিক, রাহুলের ব্যাপারে সিদ্ধান্ত অচিরেই

স্পোর্টস রিপোর্টার ॥ একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অপ্রীতিকর মন্তব্য করার পর থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তোপের মুখে আছেন দুই ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। বোর্ডের নৈতিক বিষয়ের দেখভাল করা বিচারক ডিকে জেইন এ দুই ক্রিকেটারকে নোটিস দিয়েছিলেন ৯ ও ১০ এপ্রিল বোর্ডে এসে জবাবদিহি করার জন্য। সেই নোটিস অনুসারে ইতোমধ্যেই রাহুল-হার্দিক বোর্ডের শুনানিতে হাজিরা দিয়েছেন। তাদের বিষয়ে অচিরেই সিদ্ধান্তও জানানো হবে বলে জানিয়েছেন জেইন। গত ফেব্রুয়ারিতে বিসিসিআইয়ের ন্যায়পাল হিসেবে নিয়োগ পেয়েছিলেন জেইন। ভারতের সুপ্রীমকোর্ট তাকে নিয়োগ দেয়। তারপর জেইনের সামনে প্রথম সমস্যা হিসেবে রাহুল-হার্দিকের বিষয়টিই এসেছে। কিন্তু গত সপ্তাহে জেইন জানিয়েছিলেন বিতর্কিত মন্তব্যের জন্য তোপের মুখে থাকা এ দুই ক্রিকেটারের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সঙ্গে কথা বলতে চান। সেই আলোচনাটা ইতোমধ্যেই শেষ হয়েছে। এ বিষয়ে জেইন বলেন, ‘সঠিক পন্থা অবলম্বন করেই আমি সিদ্ধান্ত নেব। আর আমার ওপর বিসিসিআই কোন সময় বেঁধে দেয়নি এই সিদ্ধান্ত জানানোর।’ তবে বিসিসিআই এবং নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপ মাথায় রেখে যত দ্রুত সম্ভব এ বিষয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানতে চায়। কারণ আগামী ১৫ এপ্রিল ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। জনপ্রিয় টিভি টকশো ‘কফি উইথ করন’-এ যোগ দিয়েছিলেন রাহুল-হার্দিক। গত ৯ জানুয়ারি তা চ্যানেলে প্রচারিত হয়। সে সময়ে ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে ছিলেন দুই ক্রিকেটার। কিন্তু টকশো প্রচারের পর জানা যায় সেখানে তারা অযাচিত ও অসংলগ্ন যে মন্তব্য করেছিলেন তা মূলত কুরুচিপূর্ণ এবং অশ্লীল। তাদের অস্ট্রেলিয়া থেকে ফিরিয়ে আনা হয় এবং তার ২ দিন পরই বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি এ দুই ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। যদিও বিষয়টি তদন্তাধীন থাকায় ২৪ জানুয়ারি স্থগিত করা হয়। উভয় ক্রিকেটারই পরে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে ও টি২০ খেলেছেন। আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) খেলছেন রাহুল-হার্দিক। এবার জেইনের সিদ্ধান্ত জানার অপেক্ষা।
×