ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে মুস্তাফিজ

প্রকাশিত: ১২:১৯, ১২ এপ্রিল ২০১৯

চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের আগে চোট জর্জরিত হয়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছেন মুস্তাফিজুর রহমান। চার বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ খেলতে নেমে উজ্জ্বলতাও ছড়িয়েছেন। ৩ উইকেট শিকার করে নিয়েছেন। কিন্তু শাইনপুকুরের হয়ে বৃহস্পতিবারের ম্যাচটি আর খেলতে পারেননি। বুধবার অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে যে চোট পেয়েছেন। আর তাই মুস্তাফিজকে দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। স্বস্তির খবর আছে। চোট গুরুতর নয়। বিশ্বকাপ খেলা নিয়েও নেই কোন সংশয়। এমনকি আয়ারল্যান্ডে ৭ মে থেকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মিশন শুরু থেকেও থাকতে পারবেন মুস্তাফিজ। তবে ২২ এপ্রিল থেকে যে জাতীয় দলের অনুশীলন শুরু হবে সেই অনুশীলনে শুরুতে মুস্তাফিজকে পাওয়া যাবে না। তিনি তখন পূর্ণ বিশ্রামে থাকবেন। বিশ্রাম শেষে ২৪ এপ্রিল থেকে বল হাতে নিতে পারবেন মুস্তাফিজ। তবে ফুল রানআপে শুরুতে কয়েকদিন বোলিং করতে পারবেন না। ধীরে ধীরে ফিট হয়ে উঠবেন মুস্তাফিজ। ১ মে যে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল, মুস্তাফিজও যাবেন। সিরিজও খেলবেন আশা করা হচ্ছে। এক্সরে করেই জানা গেছে মুস্তাফিজের চোট গুরুতর নয়। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীই তা জানান। তিনি বলেন, ‘মুস্তাফিজের এক্সরে রিপোর্ট ভাল আছে। তাকে নিয়ে আমরা একটু সাবধানে এগিয়ে যেতে চাই। তাই দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। তার পায়ে টেপ দেয়া হয়েছে। বিশ্রামের সময় তা চেঞ্জ করা হবে। বিশ্বকাপের জন্যই মুস্তাফিজকে বেশি বিশ্রাম দেয়া হয়েছে।’ বিশ্বকাপের দল ঘোষণা হতে পারে ১৮ এপ্রিল। এর আগে বাংলাদেশ দলে চোটগ্রস্ত ক্রিকেটারের সংখ্যা যেন বেড়েই চলেছে। মুশফিকুর রহীম আছেন ইনজুরিতে। নিউজিল্যান্ড সফরে আঙ্গুলে ব্যথা পাওয়ার পর এখন পাঁজরের ব্যথায় ভুগছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি কাঁধের ইনজুরিমুক্ত হতে চেষ্টা করছেন। মেহেদী হাসান মিরাজও আঙ্গুলে চোট পেয়ে বিশ্রামে আছেন। রুবেল হোসেন সাইড স্ট্রেনের চোটে পড়ে রয়েছেন। তাসকিন আহমেদ নিজেকে ফিট প্রমাণ করার চেষ্টায় ম্যাচ খেলা শুরু করেছেন। মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরি নিয়েই নাকি খেলছেন। এর মধ্যে আবার পেস আক্রমণে সবচেয়ে নির্ভরযোগ্য পেসার মুস্তাফিজ পড়লেন ইনজুরিতে। এখন দুই সপ্তাহের বিশ্রাম শেষে ছন্দে ফিরে আসতে পারলেই হয়। দুই সপ্তাহ বিশ্রামের পরই মুস্তাফিজ বল হাতে নেবেন। তখনই বোঝা যাবে, ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ খেলার জন্য মুস্তাফিজের ফিটনেসের কি অবস্থা।
×