ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমিশনের চেয়ারম্যান টিটি তারকা লিনু

প্রথমবারের মতো গঠিত বিওএ এ্যাথলেট কমিশন

প্রকাশিত: ১২:১৭, ১২ এপ্রিল ২০১৯

প্রথমবারের মতো গঠিত বিওএ এ্যাথলেট কমিশন

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই গঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে হয়নি। অবশেষে দেরিতে হলেও এবার হলো। সেটা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) এ্যাথলেট কমিশন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনার বাস্তবায়ন ঘটিয়ে এ্যাথলেট কমিশন গঠন করেছে বিওএ। ছয় সাবেক ও বর্তমান ক্রীড়াবিদকে নিয়ে গঠিত কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় টেবিল টেনিস তারকা এবং গিনেস রেকর্ডধারী জোবেরা রহমান লিনু। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্দেশনা অনুযায়ী বিশ্বের প্রায় সব দেশের অলিম্পিক কমিটিতেই এ্যাথলেট কমিশন রয়েছে। ১৯৮১ সালে আইওসি এর প্রতিষ্ঠা করে। ২০০০ সালে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায় বিওএকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ্যাথলেট কমিশন গঠনের বিষয়ে একটি নীতিমালা প্রেরণ করে। সেই নীতিমালা অনুযায়ী সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু ছাড়াও রয়েছেন আব্দুল গাফ্ফার (সাবেক জাতীয় ফুটবলার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ), সিদ্দিকুর রহমান (জাতীয় কৃতী গলফার এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ), মাহফুজা খাতুন শিলা (জাতীয় কৃতী সাঁতারু), শিরিন আক্তার (জাতীয় কৃতী স্প্রিন্টার ও দ্রুততম মানবী) এবং শাকিল আহমেদ (জাতীয় কৃতী শূটার)। এ্যাথলেট কমিশনের মিশন হলো ক্রীড়াবিদদের মতামত উপস্থাপন করা এবং এনওসি’র মধ্যে তাদের মতামত দৃঢ়ভাবে ব্যক্ত করা। বুধবার এ্যাথলেট কমিশনের প্রথম সভা বিওএ ভবনে অনুষ্ঠিত হয়। এ সভাতেই চেয়ারম্যান নির্বাচিত হন লিনু। কমিশনের উদ্দেশ্যগুলো হলো- ক্রীড়াবিদ সম্পর্কিত বিভিন্ন বিষয় বিবেচনা করা এবং সেসব বিষয়ে জাতীয় অলিম্পিক কমিটিকে পরামর্শ প্রদান, খেলার মাঠ এবং খেলার মাঠের বাইরে ক্রীড়াবিদদের সুরক্ষা ও সমর্থনকারী উদ্যোগ গ্রহণ এবং প্রকল্পগুলোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকা, ক্রীড়াবিদদের অধিকার ও স্বার্থের বিষয়ে সুপারিশ করা এবং প্রয়োজনে আন্তর্জাতিক কাউন্সিল অব আরবিট্রেশন ফর স্পোর্টসের সঙ্গে ক্রীড়াবিদদের অধিকার আদায়ের জন্য আরবিট্রেটর্স নিয়োগ দেয়া এবং আইওসি এ্যাথলেটস কমিশনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।
×