ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

যাপিত জীবনের চিত্রভাষ্যময় সমকালীন নৃত্য পরিবেশনা

প্রকাশিত: ১১:৩৩, ১২ এপ্রিল ২০১৯

যাপিত জীবনের চিত্রভাষ্যময় সমকালীন নৃত্য পরিবেশনা

স্টাফ রিপোর্টার ॥ নাচ মানেই শুধু সুন্দর করে অঙ্গ সঞ্চালন নয়। প্রতিটি নাচের মাঝেই থাকে বিশেষ কোনো বারতা। তেমনই বার্তাবহ নৃত্য প্রদশনীর দেখা মিলল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। চৈতালী সন্ধ্যায় এগারোজন নৃত্যশিল্পী পরিবেশন করলেন মনোমুগ্ধকর নাচ। সমকালীন সেই নৃত্যের আশ্রয়ে প্রস্ফূটিত হলো যাপিত জীবনের বিবিধ বিষয়। নারীর চলার পথে প্রতিবন্ধকতা, শরণার্থী সমস্যা, মাদকের আগ্রাসন, বিশ্বাসহীনতাসহ জীবনচিত্রের নানা বিষয় উঠে আধুনিক নাচের মেলবন্ধনে। দশটি দলীয় এবং একটি একক নৃত্য পরিবেশনায় সাজানো হয় নৃত্যানুষ্ঠানটি। নান্দনিক এই সমসাময়িক নৃত্য পরিবেশনার আয়োজন করে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপিরচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য দেন গ্যেটে ইনস্টটিউট বাংলাদেশের পরিচালক ড. কিরস্টেন হাকেনব্রোক। সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, সীমানা পেরুনো শিল্পের মাঝে কোন দেশভাগ থাকে না। তাই এ আয়োজন বাংলাদেশ ও জার্মানি দুই দেশের নৃত্যশিল্পের বিকাশে অর্থবহ ভূমিকা রাখবে। পরিবেশনার শুরুতেই মঞ্চে আসে মেহরাজ হক তুষা। উপস্থাপন করেন ‘বিশ্বাস’ শিরোনামের পরিবেশনা। নাচের মাধ্যমে এই শিল্পী প্রিয়জনের বিশ্বাসভঙ্গের সুবাদে বেদনাহত হওয়ার দৃশ্যকাব্য মেলে ধরেন। পারভীন সুলতানা কলি পরিবেশন করেন ‘অবরুদ্ধ স্বাধীনতা’ শীর্ষক নাচ। এতে মূলত নারীদের নিত্যদিনের চলার পথে সম্মুখীন নানা প্রতিবন্ধকতার চিত্র মেলে ধরেন। আরিফুল ইসলাম অর্ণব পরিবেশন করেন ‘সংগ্রামী পরিচয়’ শিরোনামের নৃত্য। এই নৃত্যের মাধ্যমে সমাজে অবহেলিত হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের মানসিক কষ্টের সঙ্গে তাদের বাহ্যিক আচরণ তুলে ধরেন শিল্পী। মৌমিতা জয় রায়ের পরিবেশনার শিরোনাম ছিল ‘ধর্ম : একটি সাংস্কৃতিক দ্বন্দ্বের অভিঘাত’। ধর্মের সূত্র ধরে মানুষের সঙ্গে মানুষের বিভেদের চিত্র তুলে ধরা হয় এ পরিবেশনায়। অনন্দিতা খান পরিবেশন করেন ‘শরণার্থী’ শীর্ষক নাচ। দেশহারা রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশার চিত্র তুলে ধরা হয় এ পরিবেশনায়। তাহনুম মেহেদি উপস্থাপন করেন ‘রাশ’ বা ‘নলখাগড়া’ শীর্ষক। এ নাচে শিল্পী দেশের বর্তমান সমাজ ব্যবস্থায় একজন নৃত্যশিল্পীর নানা প্রতিকূলতার সম্মুখীন হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। সুদেঞ্চা স্বয়ম্প্রভার পরিবেশনার শিরোনাম ‘সে’। এতে সমাজে বিদ্যমান নারী এবং পুরুষের চলমান বৈষম্যের চিত্র তুলে ধরেছেন। ‘ট্রাই নট টু ক্রাই’ শীর্ষক পরিবেশনায় মোঃ ফরহাদ আহমেদ ছেলে এবং মেয়ে শিশুদের অপব্যবহারের শিকার হওয়ার বিষয়টি উপস্থাপন করেছেন। ‘বন্ডিং অব সিভলিংস’ বা ‘সহোদরার বন্ধন শীর্ষক পরিবেশনায় বৃষ্টি বেপারী দুই বোনের মাঝে বিচ্ছেদ এবং পরবর্তীতে মিলনের মাধ্যমে ঐক্যবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। ইয়াসিন আরাফাতের ‘ক্লাউডস’ বা ‘মেঘরাজি’ শীর্ষক পরিবেশনায় বর্ণিত হয়েছে মাদকের ভয়াবহতা। ‘সত্য কথন’ শীর্ষক পরিবেশনায় স্নাতা শাহরীন তুলে ধরেন নারীর জীবন চলার পথে শারীরিক ও মানসিকভাবে হয়রানি হওয়ার চিত্রকল্প। প্রতিটি পরিবেশনায় মূল শিল্পীর সঙ্গে অংশ নেন একাধিক সহশিল্পী। গ্যেটে ইনস্টিটিউট দেশের তরুণ প্রতিভাবান নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যেও কোরিওগ্রাফি বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। শিল্প নির্দেশক ও কোরিগ্রাফার বুঞ্জার পরিচালিত সেই কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীরা অংশগ্রহণ করেন এই পরিবেশনায়।
×