ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষিকার পিটুনিতে ১১ শিশু শিক্ষার্থী অসুস্থ, ক্ষোভ

প্রকাশিত: ১১:২১, ১২ এপ্রিল ২০১৯

শিক্ষিকার পিটুনিতে ১১ শিশু শিক্ষার্থী অসুস্থ, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ এপ্রিল ॥ গোসাইরহাট উপজেলার ৮৫নং প্যাদা কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম বেগমের পিটুনিতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দু’টি গ্রুপের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। এ ঘটনায় বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষিকার বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। ব্যক্তিগত কারণে ছাত্রদের পেটায় ॥ স্থানীয় সূত্র ও চতুর্থ শ্রেণীর নির্যাতিত ছাত্র সিয়াম, মাসুম, শাহিন ও প্রত্যক্ষদর্শী আমরিন আক্তারসহ অনেকে অভিযোগ করে বলেন, বুধবার টিফিনের পর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই শ্রেণীকক্ষে বসা ছিল। এ সময় সহকারী শিক্ষিকা মরিয়ম বেগমের পাঁচ বছর বয়সী ছেলে মোস্তাকিন শ্রেণীকক্ষে এসে পড়ে গিয়ে ব্যথা পেলে উক্ত শিক্ষিকা ছাত্রদের ওপর দোষ চাপায়। এক পর্যায়ে উক্ত শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে বাইরে গিয়ে লাঠি এনে শ্রেণীকক্ষে থাকা ১১ জন ছাত্রকে বেদম মারপিট করে। এতে সিয়াম ও মাসুম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
×