ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোজায় এবার বিদ্যুতের ঘাটতি হবে না

প্রকাশিত: ১১:১৯, ১২ এপ্রিল ২০১৯

রোজায় এবার বিদ্যুতের ঘাটতি হবে না

স্টাফ রিপোর্টার ॥ রোজায় এবার চাহিদার পূর্ণ বিদ্যুত সরবরাহর প্রত্যাশা করছে বিদ্যুত বিভাগ। আগামী ৭ মে থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। এবার ৫ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ হাজার ৫শ’ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা নির্ধারণ করা হয়েছে। পিডিবি আশা করছে চাহিদার পুরো বিদ্যুতই তারা এবার সরবরাহ করতে পারবে। বৃহস্পতিবার রমজান এবং গ্রীষ্মের বিদ্যুত পরিস্থিতি নিয়ে বিদ্যুত ভবনে এক বৈঠকে সরকারের তরফ থেকে এ কথা জানানো হয়েছে। তথ্য সঠিক হলে এবার রোজায় বিদ্যুত লোডশেডিং মুক্ত হওয়ার কথা। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ¦ালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, আমাদের বিদ্যুত বিতরণ পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভাল। তবে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণে কিছু সমস্যা থাকায় মাঝে মাঝে বিদ্যুত গেলেও তা লোডশেডিং নয়, এটা বিদ্যুত বিভ্রাট। উন্নয়ন কাজের জন্যও কোন কোন ক্ষেত্রে বিদ্যুত বন্ধ রাখতে হচ্ছে, যা আমাদের মেনে নিতে হবে।
×