ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে নুসরাত হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১১:১৮, ১২ এপ্রিল ২০১৯

প্রয়োজনে নুসরাত হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মামলা প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। অন্যদিকে এই ঘটনায় আনা মামলার তদন্তে কোনরূপ গাফিলতি হলে হাইকোর্ট হস্তক্ষেপ করবে। যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, আমরা এ বিষয়ে কোন আদেশ দিতে চাই না। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। একই দিন হাইকোর্ট বেঞ্চে নুসরাতের মৃত্যু ঘটনায় সুপ্রীমকোর্টের এক আইনজীবীর বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন আদালতের নজরে আনলে হাইকোর্ট এ ধরনের মন্তব্য করে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার মামলা প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন, মামলা হয়েছে। মামলার তদন্ত শেষে একটি অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদের বলছি, এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দেব, যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। কোন প্রশ্নেরও প্রয়োজন হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, যদি প্রয়োজন হয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ওই মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার। সেই মামলা তুলে না নেয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র থেকে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মেয়েটির পরিবারের অভিযোগ। ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল রাতে মারা যান তিনি। তদন্তে কোনরূপ গাফিলতি হলে হাইকোর্ট হস্তক্ষেপ করবে ॥ নৃংশসতার শিকার হয়ে ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি মারা যাওয়ার ঘটনায় আনা মামলায় তদন্তে কোনরূপ গাফিলতি হলে হাইকোর্ট হস্তক্ষেপ করবে। আমরা কোনভাবেই চাই না সাংবাদিক দম্পতি সাগর-রুনী, চট্টগ্রামের মিতু, কুমিল্লার তনুর মতো এ মামলাটা হারিয়ে যাক। যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, আমরা এ বিষয়ে কোন আদেশ দিতে চাই না। বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের এক আইনজীবী হাইকোর্টে এ কথা বলে। এ সময় আদালত আরও বলেছে, ‘নুসরাতের মামলায় তদন্তে গাফিলতি পরিলক্ষিত হলে আমরা ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন অগ্নিদগ্ধ নুসরাতের মারা যাওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন আদালতের নজরে আনেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আশরাফ রহমান।
×