ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রী হলে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৯:৩৬, ১২ এপ্রিল ২০১৯

রাবিতে ছাত্রী হলে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রহমতুন্নেসা হলে এক আবাসিক ছাত্রীর বোনকে হল থেকে বের করে দেয়ার প্রতিবাদ ও নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ ছাত্রীবৃন্দের’ ব্যানারে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে ছাত্রী হলগুলোতে অতিথি রাখার অনুমতি, ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধিসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হলের অদ্ভুত নিয়ম অনুযায়ী নিজের মা বাদে কাউকে ছাত্রী হলে রাখা যাবে না। গেস্ট বলতে কি শুুধু আমাদের মাকেই বোঝায়? আমার ছোট বোন যদি রাজশাহী আসে তাহলে আমার ছোট বোনকে কি বাহিরে রেখে আসব? আমার হলে আমি নিজের বোনকেও একরাত রাখতে পারব না! এটা কি ধরনের নিয়ম? মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, বিপ্লবী ছাত্রমৈত্রী নেতা রনজু হাসান, ছাত্র ফেডারেশন নেতা ইসরাফিল হোসেন প্রমুখ। ছাত্রীকে উত্ত্যক্ত করায় জরিমানা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১১ এপ্রিল ॥ নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর ইজাজুল হক এ দ- প্রদান করেন। দ-প্রাপ্ত যুবকের নাম এম এ খালিদ বাবু। জানা যায়, ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার এম এ ওয়াহিদের ছেলে এম এ খালিদ বাবু নেছারাবাদ জিনাতুননেছা মহিলা ফাজিল মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।
×