ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩৭ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৯:৩৫, ১২ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে ৩৭ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকায় পরিচালিত পৃথক অভিযানে উদ্ধার হয়েছে ৩৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে ৪ মাদক ব্যবসায়িক। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ বৃহস্পতিবার এ অভিযান চালান। র‌্যাব সূত্র জানায়, একটি মাইক্রোবাসের ইয়াবা পরিবহন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভোরে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসটির দুটি স্লাইডিং দরজায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে সংশ্লিষ্ট যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন মোঃ মামুন (২৪), আবু বকর সিদ্দিক (২০) ও মোঃ জুবাইর (১৮)। বহনকারী মাইক্রোবাসটি জব্দ এবং ৩ কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে পুলিশ ফিরিঙ্গীবাজার মোড়ের ব্রিজঘাট সংযোগ সড়কে কক্সবাজার থেকে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয় মোঃ মোস্তফা কামাল (৪২) নামের এক যাত্রীকে। তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ইয়াবা ট্যাবলেটগুলো। দালালের বাড়ি থেকে ভূমি অফিসের বিপুল নথি উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাটহাজারী উপজেলায় চারিয়া এলাকায় ভূমি অফিসের এক দালালের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নথিপত্র। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ অভিযান চালান। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা অভিযানে নেতৃত্ব দেন। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চারিয়া এলাকার সফিউল আজম মুন্সীর বাড়ি থেকে উদ্ধার হয় ৪৩ নামজারি নথি, ৫৭ নামজারি মামলার নথির মূল প্রস্তাব ফরম এবং বিপুল পরিমাণ নামজারি খতিয়ান ও দাখিলাসহ বিভিন্ন নথিপত্র।
×