ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুর কৃবিতে চরাঞ্চলে টেকসই ফসল উৎপাদন বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৯:৩৫, ১২ এপ্রিল ২০১৯

বশেমুর কৃবিতে চরাঞ্চলে টেকসই ফসল উৎপাদন বিষয়ক কর্মশালা

মঙ্গলবার দিনব্যাপী চর অঞ্চলে টেকসই ফসলের উদ্ভাবন ও এর বিস্তার বিষয়ক প্রারম্ভিক কর্মশালা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বিশেমুর কৃবি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, কৃষি জমির স্বল্পতা, জলবায়ুর অস্বাভাবিক আচরণ, ফসল উৎপাদনে কৃষকের অনাগ্রহ ইত্যাদি কারণে ফসলের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। তাই ২০৩১ সালের মধ্যে কৃষি উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে তিনি দেশের কৃষি জমির পাশাপাশি চর ও পাহাড়ী অঞ্চলে বেশি করে ফসল উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েছ কবির ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। -বিজ্ঞপ্তি।
×