ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

প্রকাশিত: ০৯:৩৪, ১২ এপ্রিল ২০১৯

মাদারীপুরে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ এপ্রিল ॥ মোটরসাইকেল পাল্লা দিতে গিয়ে পার্কিং করা পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুর তুলাসার গ্রামের ইউনুস মোল্লার ছেলে তালহা তানজিম দিগন্ত মোল্লা (১৭) ও উত্তর বালুচরা গ্রামের খোকন সরদারের ছেলে সুমন সরদার জুম্মান (১৭)। দু’জনই পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। জানা গেছে, শরীয়তপুর থেকে মোটরসাইকেলযোগে ওই দুই বন্ধু মাদারীপুর শহরের দিকে আসছিল। পথে মঠেরবাজার এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে পার্কিং করা রডবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দিগন্ত ও জুম্মান গুরুতর আহত হয়ে সড়কে ওপর পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সীতাকুণ্ডে পথচারী নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) থেকে জানান চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী প্রাইভেটকার চাপায় নাসির উদ্দিন (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর বগুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী প্রাইভেটকার মহাসড়কের বগুলা বাজার এলাকা অতিক্রমকালে রাস্তা পারাপারের সময় পথচারী নাসির উদ্দিনকে চাপা দেয়। এতে প্রাইভেটকার চাপায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
×