ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্রের লাশ ॥ তালা ঝুলিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৪, ১২ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্রের লাশ ॥ তালা ঝুলিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি মাদ্রাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মোঃ হাবিবুর রহমান নামের (১১) এই ছেলেটি ওই মাদ্রাসার হেফজ শ্রেণীতে পড়ত। বুধবার রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। ক্ষুব্ধ মানুষ মাদ্রাসায় তালা ঝুলিয়ে হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে। বায়েজিদ থানা পুলিশ জানায়, রাতে ওয়াজেদিয়া এলাকার ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসার ছয়তলা ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। ছেলেটির মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলানো ছিল। শিক্ষার্থী হাবিব গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন মাদ্রাসার শিক্ষকরা। তবে অভিভাবকের অভিযোগ, এ বয়সী কোন ছেলের আত্মহত্যা করার কথা নয়। তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, সম্ভাব্য সকল কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যার ক্লু পাওয়া গেলে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। ওয়াজেদিয়া ওমর ফারুক আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমানের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা এলাকায়। তার পিতা আনিসুর রহমান পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। পরিবারটি বসবাস করে শেরশাহ বাংলাবাজার এলাকায়। হাবিবুর মাদ্রাসার ছাত্রাবাসেই থাকত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আসা হাবিবুরের বাবা আনিসুর রহমান সাংবাদিকদের জানান, পড়া না পারায় চারদিন আগে মাদ্রাসার শিক্ষক তারেক আহমেদ তার পুত্রকে বেদম পিটিয়েছিল। মার খেয়ে ছেলে বাসায় চলে আসে। এরপর বুঝিয়ে শুনিয়ে তাকে আবার মাদ্রাসায় পাঠানো হয়। বুধবার সকালে মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয়, হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা আত্মীয় স্বজনদের নিয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান মেলেনি। রাত ৯টার দিকে মাদ্রাসা থেকে আবার ফোন করে জানানো হয়, হাবিব গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পিতা আনিসুর রহমান জানান, এ খবর পেয়ে তারা ছুটে গিয়ে দেখেন, পুলিশ মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করেছে।
×