ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা ছাত্রী রাফি হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৯:৩৩, ১২ এপ্রিল ২০১৯

মাদ্রাসা ছাত্রী রাফি হত্যার দ্রুত বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ কেরোসিন ঢেলে আগুন দিয়ে ফেনীতে মাদ্রাসাছাত্রী রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। এতে বক্তারা দ্রুত অভিযুক্তদের বিচার দাবি করেছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের- রাজশাহী অগ্নিদগ্ধ শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর স্থানীয় সাধারণ নাগরিকরা। রাজশাহীবাসীর ব্যানারে বৃহস্পতিবার দুপুরে শহরের জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করেন। এ সময় বক্তারা বলেন, দেশে বিরাজমান ধর্ষণ ও হত্যা আমাদের সকলকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই পশ্চাৎপদ মানুষগুলোর কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে। আমাদের শিশু সন্তানেরা ভয়ে ঘরমুখো হয়ে পড়ছে। গুটিকতক শিক্ষকের এমন কর্মকা-ে সকল শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা হ্রাস পাচ্ছে। আর এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজে বিরাজমান এমন অসঙ্গতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে একই প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির ওপর যৌন হয়রানি ও অগ্নিসংযোগে হত্যাকা-ের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত জাহান রাফির সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এসব যৌন নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে রুখে দাঁড়াতে হবে। উর্দু বিভাগের শিক্ষার্থী মিরান শাহের সঞ্চালনায় বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম কনক, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্র ইউনিয়নের রাবি শাখা সভাপতি শাকিলা খাতুন প্রমুখ। মানিকগঞ্জ নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানিকগঞ্জে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব ও বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে আলাদাভাবে মানববন্ধন করে জাতীয় মহিলা সংস্থা, বারসিক, উদীচী জেলা নারী উন্নয়ন কমিটি মানিকগঞ্জ, ড্রামা সার্কেল, লিপি কম্পিউটার সেন্টারসহ বিভিন্ন সংগঠন। বক্তব্য রাখেন, নারী নেত্রী লক্ষী চ্যাটার্জী, এ্যাডভোকেট দিপক ঘোষ, এ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু, সাইফউদ্দিন আহদে নান্নু, মুস্তাফিজুর রহমান মামুন, বিমল রায়, রাশেদা আক্তার, রফিক প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে নুসরাত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। কুড়িগ্রাম মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে, ধর্ষক ও হত্যাকারী সিরাজ উদদৌলার বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উলিপুরের সাংবাদিক ও স্থানীয় যুবকদের উদ্যোগে শহরের গবার মোড়ে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে বিচারের মুখোমুখি করে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এই মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পা-ে গবা, সাংবাদিক পরিমল মজুমদার, মোন্নাফ আলী, মঞ্জুরুল হান্নান, সাংবাদিক জাহাঙ্গীর আলম সরদার, প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবীবা পলি, গণ-কমিটির সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন, জেলা কমিটির সদস্য মাসুম করিম প্রমুখ। খুলনা গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর শিববাড়ির মোড়ে খুলনার সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তৃতা করেন তামান্না ফেরদৌস শিখা, আরিফুল ইসলাম, জুবাইয়া নওশিন, আরিফ-বিন-জহুর, তারিক বিন আনাম প্রমুখ। এ সময় তারা রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যাকারীর ফাঁসির দাবি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় শিক্ষার্থীরা নুসরাত হত্যার বিচার চাই, ‘অধ্যক্ষসহ জড়িতদের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। যশোর নুসরাত জাহান রাফি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার যশোর জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ প্রেসক্লাব যশোরের সামনে ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নুসরাত ফেনীর সোনাইগাজী মাদ্রাসার আলীম পরীক্ষার্থী ছিল। এ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তার অপকর্ম আড়াল করতে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এরা শিক্ষক নামধারী নরপশু। এদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের জেলা সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ পাল, এম এম কলেজ শাখা সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার মনিষা প্রমুখ।
×