ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় খ্রীস্টান মিশনে অগ্নিকাণ্ড ॥ চার ঘর ছাই

প্রকাশিত: ০৯:৩২, ১২ এপ্রিল ২০১৯

সাতক্ষীরায় খ্রীস্টান মিশনে অগ্নিকাণ্ড ॥ চার ঘর ছাই

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার গ্রামে খ্রীস্টান মিশনে আগুন লেগে চারটি ঘর ভস্মীভূত হয়েছে। এতে মূল্যবান কাগজপত্র এবং অন্যান্য সম্পদ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মিশনারি কর্তৃপক্ষ দাবি করেছেন। বুধবার গভীর রাতে তালা উপজেলার মহান্দি গ্রামে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। গ্রামবাসী পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। স্থানীয় খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে মিশনের পালক অনাদি মোহন জানান, তার সঙ্গে গ্রামের কয়েকজন খ্রীস্টান সদস্যের বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটেও থাকতে পারে। তিনি জানান, আগুনে ২০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। আগুন টিনশেডের চারটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে আটটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, কয়েক সিলিং ফ্যান এবং ২৩৩ শিশুর জন্য রাখা শিক্ষা উপকরণ, ব্যাগ, শুকনো খাবার ও স্বাস্থ্যসেবার যাবতীয় উপকরণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, ‘মহান্দি এজি মিশন’ নামের এই খ্রীস্টান মিশনটি ১২ বছর আগে প্রতিষ্ঠিত। এখানে রক্ষিত এত দিনের যাবতীয় ডকুমেন্ট আগুনে পুড়ে গেছে। ভালুকা নিজস্ব সংবাদদাতা ভালুকা থেকে জানান, হবিরবাড়ি আমতলি এলাকায় একটি তুলার গোডাউনে বৃহস্পতিবার সকালে ৯টায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন দুইঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, আকসা রোটর স্পিনিং মিলের গোডাউনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে ভালুকা ফায়ার সাভির্সে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মালিক মহিউদ্দিন জানান, আমরা চার জন মিলে হাজী শহিদুল ইসলামের কাছ থেকে এ জমিটি ভাড়া নেই স্পিনিং মিল করার জন্য। তুলা থেকে সুতা তৈরি করার জন্য আমরা গোডাউনে তুলা মজুত করছিলাম। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। আগুনে ২৫/৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
×