ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বামী প্রবাসে থাকলেও স্ত্রীর পুত্রসন্তান প্রসব

প্রকাশিত: ০৯:৩০, ১২ এপ্রিল ২০১৯

স্বামী প্রবাসে থাকলেও স্ত্রীর পুত্রসন্তান প্রসব

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ এপ্রিল ॥ স্বামী একটানা তিন বছর ধরে প্রবাসে থাকলেও ওই প্রবাসীর স্ত্রী কোহিনুর বেগম পুত্র সন্তান প্রসব করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী কামাল খানের বাড়িতে। এই ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে ওই বাড়িতে। এদিকে বৃহস্পতিবার ভিকটিম কোহিনুর বেগম বাদী হয়ে এ ঘটনার জন্য দায়ী স্থানীয় প্রভাবশালী দুই সন্তানের জনক দেলোয়ার সরদারকে আসামি করে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ধর্ষণ মামলা করেছে। জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের কামাল খান বিগত তিন বছর যাবত একটানা মালয়েশিয়া বসবাস করছেন। এদিকে তার স্ত্রী তিন সন্তানের জননী কোহিনুর বেগম শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে পুত্র সন্তান প্রসব করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিকটিম অভিযোগ করে বলেন, পাশের বাড়ির বুদাই সরদারের ছেলে দুইসন্তানের জনক দেলোয়ার সরদার দীর্ঘদিন যাবত তাকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার তোতা সরদারসহ অনেককে জানিয়েছি। প্রায় ১০ মাস পূর্বে দেলোয়ার সরদার আমার ঘরের নড়বড়ে দরজা ঠেলে ঘরে প্রবেশ করে আমাকে ধর্ষণ করে। এতে আমি গর্ভবতী হই। বিষয়টি লোকলজ্জার ভয়ে এবং এলাকায় জানাজানি হলে স্বামীর ঘর ভেঙ্গে যাবে চিন্তা করে কাউকে জানাইনি। এদিকে ঘটনার পর থেকেই দেলোয়ার সরদার এলাকায় গাঢাকা দিয়েছে। স্থানীয়রা জানায়, সন্তান প্রসবের সংবাদ শুনে প্রবাসী কামাল খান তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য স্বজনদের অনুরোধ করেছে। বর্তমানে কামাল খান তার স্ত্রী-সন্তানের কোন খোঁজ খবর রাখছে না। বিদেশ থেকে তার স্ত্রীর নিকট টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। এখন ভিকটিম তার সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
×