ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৯:২৯, ১২ এপ্রিল ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের মাদকবিরোধী ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে টেকনাফের সাতঘরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার আনু মিয়ার পুত্র আবুল কাশেমকে (৩২) নিয়ে পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাশেমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে দুটি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড কার্তুজ, ৩ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার এবং গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়ার পথে কাশেম মারা যায়। মেহেরপুর সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে দুগ্রুপের গোলাগুলিতে মাদক কারবারি ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শূটারগান ও এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ফজু গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। মাদক কারবারিদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারিদের দুপক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশের কয়েক দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে একটি ওয়ান শূটারগান ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান ফজু বলে শনাক্ত করে। মাদক কারবারিদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাঁশখালীতে জলদস্যু নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, উপজেলার ছনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকার দুর্ধর্ষ জলদস্যু সম্রাট দেলোয়ার বাহিনীর সঙ্গে র‌্যাব-৭ এর একটি দলের সঙ্গে বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে অন্তত ২০ রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পরে ঘটনাস্থল হতে জলদস্যু সম্রাট দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন (৩৫) এর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার শেখেরখিল ইউপির ফাঁড়ির মুখ রেজাউল করিমের ফিশিং বোটের ডক এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত জলদস্যু সম্রাট দেলোয়ার হোসেন ছনুয়া ইউপির খুদুকখালী গ্রামের নুরুল আলমের পুত্র বলে জানা যায়। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ জলদস্যুর দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন।
×