ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিএল

পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাইয়ের নাটকীয় জয়

প্রকাশিত: ১৪:০১, ১১ এপ্রিল ২০১৯

পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাইয়ের নাটকীয় জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ লোকেশ রাহুল মাত্র ৬৪ বলে খেললেন হার না মানা ১০০ রানের ইনিংস। তার অসাধারণ এই সেঞ্চুরি কোন কাজেই এলো না কিয়েরন পোলার্ডের তাণ্ডবে! ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ৩১ বলে খেলা ৮৩ রানের টর্নেডো ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে নাটকীয় জয়। বুধবার তারা শেষ বলে ৩ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। আইপিএলে চরম উত্তেজনাকর এক ম্যাচ মঞ্চায়িত হলো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। লোকেশের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব স্কোরে জমা করে ৪ উইকেটে ১৯৭ রান। কঠিন এই লক্ষ্য পোলার্ডের অতিমানবীয় ইনিংসে একেবারে শেষ বলে ৭ উইকেট হারিয়ে টপকে যায় মুম্বাই। নাটকীয় এই জয়ে পুরো কৃতিত্বটাই পাবেন পোলার্ড। বলতে গেলে একা হাতে লড়ে গেছেন তিনি। মাত্র ৩১ বলে খেলেছেন ৮৩ রানের অসাধারণ ইনিংস, যাতে মেরেছেন ১০ বিশাল ছক্কার সঙ্গে ৪টি বাউন্ডারি। ম্যাচের শেষ ওভারে মুম্বাইয়ের দরকার পড়ে ১৫ রান। অঙ্কিত রাজপুতের করা ওই ওভারের প্রথম বলে পোলার্ড মারেন ছক্কা, ম্যাচ আরও জমে যায় বলটি ‘নো’ হওয়ার। তাতে ফ্রি হিটে পরের বলে ক্যারিবিয়ান তারকা মারেন বাউন্ডারি। ক্রিকইনফো
×