ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদাতিক নাট্য সংসদের সেমিনার আজ

প্রকাশিত: ১৩:০২, ১১ এপ্রিল ২০১৯

পদাতিক নাট্য সংসদের সেমিনার আজ

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৬তম জন্মদিন আজ। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতি বছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে ‘পদক প্রাপ্তদের চিন্তায় সৈয়দ বদরুদ্দীন হোসাইন‘ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। এই সেমিনারে গত ১০ বছরে সম্মাননা প্রাপ্তরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৬তম জন্মদিন উপলক্ষে পদাতিক ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিয়েটার হলে আট দিনব্যাপী ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-১৯’ এর আয়োজন করে। এতে দেশের ও দেশের বাইরের ২০টি নাটকের দল অংশগ্রহণ নেয়। ভারতের চারটি থিয়েটার দল অংশগ্রহণ করে। এ বছর নাটকে অবদান রাখার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও নাট্যজন গোলাম সারোয়ারকে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা-১৯’ প্রদান করা হয়েছে।
×