ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

জন-মৌনির ‘রোমিও আকবর অল্টার’

প্রকাশিত: ১২:৫১, ১১ এপ্রিল ২০১৯

জন-মৌনির ‘রোমিও আকবর অল্টার’

আবারও নতুন চমক নিয়ে রূপালি পর্দায় হাজির হয়েছেন জন আব্রাহাম। ‘রোমিও আকবর অল্টার’ মুক্তি পেয়েছে সম্প্রতি। স্পাই থ্রিলার ধাঁচের নতুন এই সিনেমায় জন আব্রাহাম নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এই সিনেমায় দর্শক তার অভিনয়ের প্রশংসা করেছেন। এ ছাবিতে জনের সঙ্গে আরও অভিনয় করেছেন মৌনি রায়, সুচিত্রা কৃষ্ণমূর্তি, সিকান্দার খের, জ্যাকি ¯্রফ প্রমুখ। ছোট পর্দা থেকে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর মৌনি রায় এবার জন আব্রাহামের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এর আগে ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে তাকে দেখা গিয়েছিল রোমিও আকবর অল্টার ছবিটির সাফল্য মৌনির ক্যারিয়ারে ভিন্নমাত্রা যুক্ত করেছে বলা যায় অনায়াসেই। ‘রোমিও আকবর অল্টার’ ছবিটি মুক্তি পেয়েছে গত সপ্তাহে। বলিউডের এ্যাকশন থ্রিলার ধাঁচের সিনোমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। শুরুতে ছবিটিতে প্রধান ভূমিকায় সুশান্ত সিং রাজপুতের অভিনয়ের কথা থাকলেও এক পর্যায়ে তিনি ছবিটি ছেড়ে দেন। এ্যাকশন ধাঁচে সিনেমাগুলোতে সাধারণত পুরুষদের দাপট দেখানো হয়। পর্দাজুড়ে থাকে নায়ক এবং তার প্রতিপক্ষ ভিলেনের শক্তিমত্তার প্রকাশ। রোমিও আকবর ওয়াল্টার ছবিটি এর ব্যতিক্রম নয় মোটেও। এ ছবিতে জন আব্রাহামের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মৌনি রায়। দর্শক বড় পর্দায় তাকে ইতোমধ্যে কয়েকটি সিনেমায় দেখেছেন। গত বছর ঐতিহাসিক বায়োপিক ধাঁচের সিনেমা গোল্ড’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল তার। ব্যবসা সফল এবং বহুল প্রশংসিত ছবিটির নায়িকা হিসেবে শুরুতেই সবার বিশেষ মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছেন মৌনি রায়। আইটেম গার্ল হিসেবে মৌনি কোন অংশে কম নন, এটা বেশ ভালভাবেই দেখিয়ে দিয়েছেন এ ছবিতে। মৌনি রায়কে দর্শক আরও অনেক আগে থেকে চেনে। ঘরে ঘরে তার পরিচিতির পাশাপাশি জনপ্রিয়তাও রয়েছে। ছোট পর্দায় সুপারস্টার হিসেবে তার উজ্জ্বল অবস্থান অনেক আগে থেকেই সাড়া জাগানো হিন্দী ডেইলি সোপ ‘কিউকি সাশ ভি কাভি বহু থি’তে কৃষ্ণ তুলষি চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া জাগিয়েছিলেন ২০০৭ সালে। এরপর দেব ও কী দেব-মহাদেব সিরিয়ালে মৌরিকে সতী চরিত্রে দেখা গেছে। ৩৩ বছর বয়সী ছোট পর্দার এই আলোচিত অভিনেত্রী সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন সর্পমানবী শিবান্ন্যা এবং শিবাঙ্গি সিংয়ের দ্বৈত চরিত্রে ‘নাগিন’ সিরিয়ালে একটানা দীর্ঘদিন অভিনয়ের সুবাদে। মৌনির অনবদ্য অভিনয় ছিল জনপ্রিয় এই টিভি সিরিয়ালের প্রধান আকর্ষণ। যা তাকে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। সেই খ্যাতি ও জনপ্রিয়তার বদৌলতে এক সময় বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়ে গেছেন মৌনি। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের মেয়ে মৌনির দাদা ছিলেন বিখ্যাত যাত্রাপালা অভিনেতা। তার মাও মঞ্চনাটকে অভিনয় করতেন। বাবা কাজ করতেন কুচবিহার জেলা পরিষদ অফিসে তার স্কুল ও কলেজ জীবন কেটেছে কুচবিহারেই। এরপর চলে যান সোজা দিল্লী। সেখানে বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়াতে ম্যাস্ কমিউনিকেশনের ওপর পড়াশোনা করেন। বাবা মায়ের চাপেই মূলত সেখানে পড়তে যাওয়া তার। তবে বেশি দিন সেখানে থাকেননি। পড়াশোনার মাঝপথেই মুম্বাই পাড়ি জমান মৌনি। সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষার জন্য ২০০৪ সালে অভিষেক বচ্চনÑ ভূমিকা চাওলা অভিনীত এ্যাকশন কমেডি রোমান্টিক ধাঁচের সিনেমা ‘রান’-এ একজন সাধারণ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে তাকে সামান্য কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল। এরপর একটি পাঞ্জাবি সিনেমা হিরো ‘হিটলার ইন লাভ’-এ অভিনয় করেছেন। তবে মৌনি অভিনয়ের দুয়ার খুলে দিয়েছিলেন একতা কাপুর। তার বিখ্যাত টিভি সিরিয়াল ‘কিউ কি সাশ ভি কাভি বহু থি’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে লাইম লাইটে নিয়ে এসেছিলেন। একতা কাপুর মৌনিকে পর পর আরও কিছু সিরিয়ালে ভাল সুযোগ দিয়েছিলেন। এ জন্য তার কাছে কৃতজ্ঞ মৌনি। নাচেও তার পারঙ্গমতা চোখে পড়ার মতো। ‘নাচ বলিয়ে, ‘ঝলক দিখলাজা’র মতো ডান্স রিয়েলিটি শোতে দর্শক তার নৃত্য দেখেছে অনেকবার। আগামীতে মৌনি রায়কে সুপারহিরো সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এ দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে। এ ছাড়া ‘মোগল’ ছবিতে আমির খানের সঙ্গে এবং ‘মেড ইন চায়না’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে বর্তমানে অভিনয় করছেন।
×