ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদোন্নতিসহ ৫ দফা দাবিতে চউক কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ১২:৪৪, ১১ এপ্রিল ২০১৯

পদোন্নতিসহ ৫ দফা দাবিতে চউক কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপার্টার, চট্টগ্রাম অফিস ॥ পদোন্নতি, পেনশন ভাতার জন্য তহবিল তৈরিসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কর্মচারিরা। তাদের অভিযোগ, দশ বছর ধরে পদোন্নতি বন্ধ রয়েছে নানা জটিলতায়। বারবার চউক চেয়ারম্যানের কাছে বলেও কোন ফল মেলেনি। এ অবস্থায় তারা কর্মসূচীতে যেতে বাধ্য হয়েছেন। বুধবার সকালে সিডিএ কর্মচারী শ্রমিক লীগ এবং সিডিএ এমপ্লয়িজ ব্যানারে এ কর্মসূচী শুরু হয়। আন্দোলনকারীরা তাদের বক্তব্যে দশ বছর ধরে ঝুলে থাকা পদোন্নতি জটিলতা নিরসন, ৪৩৪তম বোর্ড সভা বাতিল, পেনশন ভাতার জন্য একশ’ কোটি টাকার তহবিল সংরক্ষণ, পদোন্নতি না দিয়ে নতুন করে নিয়োগ বন্ধ এবং দুর্নীতি মামলায় অভিযুক্তদের পদোন্নতি না দেয়ার দাবি জানান। কর্মবিরতি চলাকালে আন্দোলনকারিরা বিক্ষোভ মিছিলও করেন। চউক কর্মচারী শ্রমিক লীগের সভাপতি নাসির আহমেদ খান জানান, পদোন্নতিসহ ন্যায়সঙ্গত দাবিগুলো নিয়ে তারা বারবার চউক চেয়ারম্যানের কাছে গেছেন। কিন্তু তিনি গুরুত্বের সঙ্গে নেননি। সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছিল পদোন্নতি সভা। এরপর ১০ বছরে আর কোন সভা হয়নি।
×