ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানি-নাতনিসহ নিহত ৮

প্রকাশিত: ১২:৪২, ১১ এপ্রিল ২০১৯

নানি-নাতনিসহ নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে নানি-নাতনি, বাগেরহাটে চালক, নাটোরে নারীসহ দুইজন, সাতক্ষীরায় ব্যবসায়ী, পঞ্চগড়ে শিশু, বরিশালে শ্রমিক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নানি-নাতনি নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুরী পাকা রাস্তার মোজাফ্ফর আলীর বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিজপাড়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী জহুরা বেওয়া (৪৫) ও তার নাতনি জুঁই (৭)। আহতরা হলেন- নিহত জহুরার ছেলে মাজম (২০) ও অপর সঙ্গী স্বাধীন (১৬)। বীরগঞ্জ থানা পুলিশ জানায়, জগদিশপুর গ্রাম থেকে চারজন এক মোটরসাইকেলে চড়ে বীরগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে কৈকুর গ্রামে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে নানি ও নাতনি নিহত হন। আহত হন দুইজন। ঘাতক ট্রাকটির চালক একই উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ট্রাক রেখে পালিয়ে গেছে। নাটোর নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১৫ জন। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন সিরাজগঞ্জের ধাপ তিতলী গ্রামের সাবেফ আলীর ছেলে সাইফত আলী এবং নাটোরের বড়াইগ্রামের পার গোপালপুর এলাকার মৃত সুখলাল সরদারের স্ত্রী রাহেলা বেগম। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম ও নাটোর সদর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, পাবনা থেকে কয়েকজন গরু ব্যবসায়ী শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার কামারদিয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নসিমনে থাকা ১৬ গরু ব্যবসায়ী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফত আলী মারা যায়। অপরদিকে, বড়াইগ্রামের বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব রহমান জানান, নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পথচারী রাহেলা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পার গোপালপুর গ্রামের মৃত সুখলাল সরদারের স্ত্রী রাহেলা বেগম মারা যায়। সাতক্ষীরা সাতক্ষীরায় বালিভর্তি ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী আলি রেজা (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। সঙ্গে থাকা স্কুলছাত্র রাশেদ (১৫) আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় কলারোয়া উপজেলার হুলহুলিয়া নতুন বাজার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত আলি রেজা উপজেলার সাতপোতা গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী। আহত রাশেদ একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। নিহতের চাচাত ভাই আহাদ আলী জানান-সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে তার চাচাত ভাই স্কুল ছাত্র রাশেদকে সঙ্গে নিয়ে সোনাবাড়ীয়া বাজারে যাওয়ার পথে হুলহুলিয়ার নতুন বাজার মোড়ে একটি বালিভর্তি ট্রাক ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের পেছনের চাকায় পড়ে চালক ঘটনাস্থলে মারা যান। পঞ্চগড় ইজিবাইকের ধাক্কায় পূর্ণিমা (২) বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা ইজিবাইকটি আটক করলে ও চালক পালিয়ে যায়। নিহত শিশু ওই এলাকার সোহেল রানার মেয়ে। প্রত্যক্ষদর্শী ও তার মা জানায়, বিকেলে মা ও তার দুই সন্তান নিয়ে বাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পূর্ণিমা মায়ের হাত ছেড়ে দৌড় দিয়ে রাস্তার দিকে গেলে দ্রুততগামী ইজিবাইকটি শিশু পূর্ণিমাকে চাপা দেয়। তাৎক্ষণিক মা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সেলিম উদ্দীন শিশুটিকে মৃত ঘোষণা করে। বরিশাল ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল নামক এলাকায় পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর শ্রমিক তারিক রহমান (১৪) নিহত হয়েছে। বুধবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তারিক রহমান রাজবাড়ী জেলার গোদাগাড়ি থানাধীন চরবয়ারমারী গ্রামের তোফাজ্জেল হোসেনের পুত্র। গত ৭ এপ্রিল সকালে পিকআপ দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়ে শেবাচিমে ভর্তি হয়েছিল। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই আশিকুর রহমান (১৮) নামে আরও এক শ্রমিক নিহত এবং আহত হয়েছিলেন পিকআপ চালকসহ পাঁচজন। বাগেরহাট বাগেরহাট-মংলা মহাসড়কে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুল হাওলাদার (২৯) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে চুলকাঠির চালতেতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে। কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, মংলা হতে ছেড়ে আসা গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
×