ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইটভাঁটি শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ১২:৪১, ১১ এপ্রিল ২০১৯

ইটভাঁটি শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১০ এপ্রিল ॥ পার্বতীপুরে মোমিনপুর ইউনিয়নে অবস্থিত যমুনা ব্রিকসের ৩ শতাধিক শ্রমিক বন্ধ ইটভাঁটি চালু করার জন্য বুধবার দুপুরে মানববন্ধন করে পার্বতীপুরের ইউএনওর মাধ্যমে দিনাজপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে ইটভাঁটিটি বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন। উল্লেখ, পরিবেশ দূষণের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চলতি বছরের ২৭ মার্চ ইটভাঁটিটি বন্ধ করে দেয়। হ্যানিম্যানের জন্মদিনে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ এপ্রিল ॥ হোমিওপ্যাথির জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৪তম জন্মদিন পালন উপলক্ষে বুধবার র‌্যালি ও সভা করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএইচএমএ) কেন্দ্রীয় কমিটি, ঠাকুরগাঁও। এ উপলক্ষে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি হলে বিএইচএমএ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণাংশু দত্ত টিটো। সংগঠনের সভাপতি ডাঃ শুকদেব চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম মোল্লা ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মির্জা আবু তাহের।
×