ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ২ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা ॥ আহত ২

প্রকাশিত: ১২:৪০, ১১ এপ্রিল ২০১৯

দৌলতপুরে ২ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা ॥ আহত ২

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১০ এপ্রিল ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দু’স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। উত্ত্যক্তকারী বখাটেদের বাধা দিতে গিয়ে তাদের হামলায় অটো চালকসহ ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোলদিয়াড় টলটলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় হাইস্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রী আঁখি (১৫) ও সুমাইয়া (১৫) আল্লারদর্গা এলাকায় প্রাইভেট পড়ে অটোযোগে বালিরদিয়াড় গ্রামে নিজ বাড়ি ফিরছিল। কোলদিয়াড় টলটলিপাড়া এলাকার আকাশ, সাগর, সাচ্চু, হৃদয় ও স্বাধীন ৫ বখাটে তাদের অটোরিক্সার গতিরোধ করে দুই ছাত্রীকে অটো থেকে জোর করে নামানোর চেষ্টা করে। ছাত্রীরা অটো থেকে নামতে না চাইলে ওইসব বখাটে তাদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা করলে অটোর চালক মহিনুর ও অটোর যাত্রী সুন্নত আলী বখাটেদের বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় বখাটেরা অটোর চালক ও যাত্রীকে মারপিট করে আহত করে পালিয়ে যায়। নরসিংদীতে নিখোঁজ আইনজীবীকে ফেরত দাবি স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদী জজ কোর্টের নিখোঁজ আইনজীবীকে ফেরতের দাবিতে মানববন্ধন করেছে নরসিংদী আইনজীবী সমিতি। বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নিখোঁজ আইজীবী শাহজাহান এতমামদার (৬১)-কে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। মানববন্ধন শেষে আইনজীবী মিলনায়তনে প্রেসব্রিফিং করেন আইনজীবীরা। এ সময় বক্তারা বলেন, ৪ দিন ধরে প্রবীণ আইনজীবী এ্যাড. শাহজাহান এতমামদার নিখোঁজ হয়েছে। থানায় ডায়েরি করা হয়েছে। পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। কিন্তু এখনও তিনি উদ্ধার হননি। অতি দ্রুত আইনজীবী শাজাহানকে উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. তারেক মোহাম্মদ লুৎফর রহমান, প্রবীণ আইনজীবী বদরুদ্দোজা জিল্লু, এ্যাড. বশিরুল কাদের শওকত আলী পাঠান, এ্যাড. আব্দুল মান্নান ভূইয়া, এ্যাড. এম এ আওয়াল প্রমুখ। উল্লেখ্য, ৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মোড় নিজ চেম্বার থেকে চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী নিজ বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন।
×