ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ববির সাবেক রেজিস্ট্রার চাকরিচ্যুত

প্রকাশিত: ১২:৩৯, ১১ এপ্রিল ২০১৯

ববির সাবেক রেজিস্ট্রার চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ববি’র উপাচার্য ড. এসএম ইমামুল হক। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে এর আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। মঙ্গলবার রাতে ঢাকার কলাবাগানে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে সিন্ডিকেটের সভার মাধ্যমে স্থায়ীভাবে চাকরিচ্যুতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র মতে, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রত্যাশী এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকা-ের অভিযোগ ওঠে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ওইসময় ভাইরাল হয়। ভিডিও প্রমাণসহ রেজিস্ট্রার মনিরুলের বিচারের দাবিতে ভিসির কাছে লিখিত আবেদন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ভৈরবে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১০ এপ্রিল ॥ বুধবার ভোরে ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধে মহরম আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে তিন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি রাম দা, ২৫ বোতল ফেনসিডিল ও একশ পিস ইয়াবা। আহত পুলিশ সদস্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। নিহত মহরম আলী পৌর এলাকার কালিপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাড়াশে ডাকাতি স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার শোলাপাড়া গ্রামের কৃষক তিমির চন্দ্র ভৌমিকের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার, এলইডি টিভিসহ আড়াই লক্ষাধিক টাকা ডাকাতি করেছে। অপরদিকে একই রাতে গৌরাঙ্গ তালুকদারের বাড়িতে একদল দুর্বৃত্ত ঠাকুর ঘরে প্রবেশ করে লক্ষাধিক টাকা মূল্যের ২টি রাধা গৌবিন্দ ও ২টি গোপাল মূর্তি চুরি করে নিয়ে যায়।
×