ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসি বাস পেলেন ইস্টার্ন ভার্সিটির শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:৩৯, ১১ এপ্রিল ২০১৯

এসি বাস পেলেন ইস্টার্ন ভার্সিটির শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) নতুন দুটি বাস উপহার দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সোমবার সাভারের আশুলিয়া ক্যাম্পাসে ফিতা কেটে বাস দুটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। ভারতের অশোক লে-ল্যান্ড ব্র্যান্ডের গাড়ি দুটির প্রতিটি ৪৯ আসনের। বাস দুটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি লিয়াকত হোসেন মোগল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের দায়িত্ব হলো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। আর আমাদের দায়িত্ব হলো তোমাদের পড়াশোনা নির্বিঘ্ন করার আয়োজন করে দেয়া।’ ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা শুধু পরিবারের নয়, দেশের সম্পদ হয়ে ওঠা।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও রেজিস্ট্রার আবুল বাশার খান। -বিজ্ঞপ্তি। ঝিনাইদহে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ এপ্রিল ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঝিনাইদহের সাধুহাটিতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার সাধুহাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল থেকে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে গ্রামের স্কুল মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।
×