ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে আধা কি মি সড়কের জন্য ভোগান্তি

প্রকাশিত: ১২:৩৬, ১১ এপ্রিল ২০১৯

চাঁপাইয়ে আধা কি মি সড়কের জন্য ভোগান্তি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ দূরত্ব মাত্র আধা কিলোমিটার। এক যুগের অধিক কাল ধরে অকেজো হয়ে রয়েছে সড়কটি। অবস্থান পদ্মা বা গঙ্গা চাঁপাইনবাবগঞ্জে প্রবেশের স্থানটির নাম ঠুঠাপাড়া। এই এলাকা দিয়ে পদ্মা প্রবেশে করেছে জেলায়। এটির অবস্থান একেবারে বিচ্ছিন্ন সীমান্ত এলাকায়। অর্থাৎ মনাকষা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খড়িয়াল চৌকা প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে ৫নং ওয়ার্ডের বীরেন মোড় পর্যন্ত। মাত্র আধা কিলোমিটার সড়ক। প্রত্যন্ত ও বিচ্ছিন্ন এলাকা হওয়ার কারণে বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটি এক যুগের অধিককাল ধরে পড়ে রয়েছে। বার বার অনুরোধ করেছেন নবনির্বাচিত এমপিসহ ইউপি চেয়ারম্যানের কাছে কিন্তু ১০ গ্রামের মানুষের প্রায় দেড় লক্ষাধিক মানুষের বিষয়টিকে আমলে নেয়নি কর্তৃপক্ষ। রাস্তার দুই ধারে কিছু ইট রাখায় বন্ধ হয়ে গেছে রাস্তাটি। রাস্তার মধ্যখানে প্রায় এক ফুট উঁচু হয়ে ধুলা পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে ভরে যায় কাদায়। এর পাশাপাশি একটি বিকল্প ৯ কিলোমিটার সড়ক থাকলেও তার অবস্থান আরও বেহাল। যদি সড়কটি পাকা কিন্তু সহ¯্রাধিক ছোট-বড় গর্ত হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মনাকষা, বিনোদপুর, দুর্লভপুর ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মাধ্যমে ঝুঁকি নিয়ে চলাচাল করছে। প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ এসব কারণে গোপালপুর ঘাটের একমাত্র ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে মাত্র আধা কিলোমিটার সড়ক যুগের পর যুগ অকেজো থাকায় একাধিক প্রাইমারী ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা চলাচল করতে না পারায় প্রতিষ্ঠানগুরো অকেজো হয়ে পড়েছে। বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়। শিবগঞ্জের নির্বাহী কর্মকর্তা জানান, অর্থের অভাবে কাজ শুরু করা যাচ্ছে না। বিশেষ করে এই মুহূর্তে পারচৌকা গ্রামের ধীরেন মোড় পর্যন্ত মাত্র আধা কিলোমিটার সড়কটি সংস্কার করা হলে প্রায় ৭/৮টি প্রাথমিক বিদ্যালয় খুলে রাখা সম্ভব হবে। ইতোমধ্যেই খড়িয়াল প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষার্থীর অভাবে।
×