ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএল

ডট বলে চেন্নাইয়ের দীপক চাহারের রেকর্ড

প্রকাশিত: ১২:১৫, ১১ এপ্রিল ২০১৯

ডট বলে চেন্নাইয়ের দীপক চাহারের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ চার-ছক্কার খেলা। যেখানে ধুন্ধুমার ব্যাটিংয়ে স্পটলাইটে থাকেন ব্যাটসম্যান। কিন্তু মাঝে মাঝে বোলাররাও সেখানে আলো ছড়ান। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কথাই ধরা যাক, সপ্তাহের প্রথমদিন অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন আলজারি জোসেফ। মঙ্গলবার ৪ ওভারে ২০টি ডট বল দিয়ে ইতিহাস গড়লেন দীপক চাহার। কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে তার বোলিং বিশ্লেষণ ৪-০-২০-৩। নিশ্চয়ই আহামরি নয়। তবে অবিশ্বাস্য, প্রতিপক্ষ শিবিরে আন্দ্রে রাসেলের মতো ব্যাটিং দানব থাকা সত্ত্বেও তার ২৪টি ডেলিভারির ২০টিতেই কোন রান নিতে পারেনি কলকাতা। আইপিএল সবচেয়ে বেশি ১৯টি ডট বলের আগের রেকর্ডটা ছিল অশীষ নেহরার। ২০০৯ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভারে ১৯টি ডট বল দিয়েছিলেন নেহারা। ওই ম্যাচে নেহারা ৪ ওভারে রান দিয়েছিলেন মাত্র ৬। ছিল একটি মেডেনও, নিয়েছিলেন ১টি উইকেট। সর্বোচ্চ ডট বলের তালিকায় মুনাফ প্যাটেল আছেন বর্তমানে তিনে। রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতার বিপক্ষে ৪ ওভারে মুনাফ প্যাটেলও দিয়েছিলেন নেহরার সমান ১৯টি ডট বল। সেই ম্যাচে ১৪ রানে দুই উইকেট তুলে নেন প্যাটেল। ১৮টি করে ডট বল দেয়ার নাজির আছে রশিদ খান ও অঙ্কিত রাজপুতের। চাহার-হরভজ সিংয়ের সাঁড়াশি আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৮ রানে থামে কলকাতার সংগ্রহ। পরে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ৭ উইকেটের বড় জয়ে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল। প্রথম ওভার থেকেই শুরু হয় চাহারের দাপট। নাইট ওপেনার ক্রিস লিনকে প্রথম ওভারেই তুলে নেন চাহার। পরে তৃতীয় ও পঞ্চম ওভারে ফেরান নীতিশ রানা ও রবিন উথাপ্পাকে। একদিকে উইকেট অন্যদিকে রান আটকে রাখা, চাহার জাদুতে ম্লান নাইট শিবির। শেষের ঠিক আগের ওভারে পাঁচটি ডট বল করেন চাহার। আন্দ্রে রাসেল সেই ওভারে একটা ছক্কা হাঁকিয়েছিলেন তাকে। রাসেলের মতো ব্যাটসম্যানও চাহারের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেননি। ২০টি ডট দিয়েছেন চাহার, অর্থাৎ তার ৪ বল থেকে ২০ রান নিয়েছে প্রতিপক্ষ। যেখানে একটি ছক্কা হাঁকিয়েছেন রাসেল। বাকি তিন বলে দুটি চার খেয়েছেন, একটিতে ওয়াইড।
×