ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহজ জয়ে সেমির পথে লিভারপুল

প্রকাশিত: ১২:১৪, ১১ এপ্রিল ২০১৯

সহজ জয়ে সেমির পথে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ আগের মৌসুমের ফর্মটা ধরে রেখেছে লিভারপুল। গতবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলা দলটি চলমান ২০১৮-১৯ মৌসুমে সেমিফাইনালে এক পা দিয়ে ফেলেছে। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগীজ ক্লাব এফসি পোর্তোকে ২-০ গোলে হারিয়ে এ সম্ভাবনা জাগিয়েছে দ্য রেডসরা। ঘরের মাঠ এ্যানফিল্ডে লিভারপুলের জয়ে গোল করেন গিনির মিডফিল্ডার নাবি লে কেইটা ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো। আগামী ১৭ এপ্রিল শেষ আটের দ্বিতীয় লেগে পোর্তোর মাঠে খেলবে জার্গেন ক্লপের দল। নিজেদের চেনা মাঠে ম্যাচের শুরু থেকেই অতিথি পোর্তোকে চেপে ধরে লিভারপুল। তাদের আক্রমণ ও কৌশলের কাছে পিছিয়ে পড়ে পর্তুগীজ ক্লাবটি। ম্যাচের পঞ্চম মিনিটেই ফল পায় স্বাগতিকরা। পোর্তোর বিপদ সীমানায় ফিরমিনো দারুণ দক্ষতায় বল বাড়িয়ে দেন কেইটাকে। গিনির মিডফিল্ডারের জোরালো শট একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে আশ্রয় নেয়। এটি লিভারপুলের হয়ে নয় মাস অপেক্ষায় থাকার পর কেইটার প্রথম গোল। পরের মিনিটেই আবার গোল করার সুযোগ পায় লিভারপুল। দুর্দান্ত খেলতে থাকা ফিরমিনোর পাস থেকে বল পান মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে পা ছোঁয়াতে ব্যর্থ হওয়ায় গোলবঞ্চিত হয় রেডসরা। এরপর ম্যাচের ১৮ ও ২২ মিনিটে আরও দুটো সুযোগ পান সালাহ। অষ্টাদশ মিনিটে তার শট প্রতিহত করেন পোর্তো গোলরক্ষক। পরেরবার পোর্তো গোলরক্ষককে একা পেয়ে নেয়া সালাহর শট পোস্টের গা ঘেঁষে বাইরে চলে যায়। তবে বেশিক্ষণ হতাশা নিয়ে থাকতে হয়নি লিভারপুলকে। অব্যাহত আক্রমণের ধারাবাহিকতায় ম্যাচের ২৬ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। সতীর্থের ক্রস থেকে পাওয়া বল আয়ত্তে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের দ্বিতীয় গোল করেন পুরো ম্যাচে নান্দনিক খেলা ফিরমিনো। বিরতির পর ৪৮ মিনিটে আবারও পোর্তোর জালে বল জড়ান লিভারপুলের সাডিও মানে। তবে অফসাইডের কারণে গোলটা বাতিল করা হয়। এরপর বাদবাকি সময়টুকু ঢিলেঢালা আক্রমণ চালিয়ে যেতে থাকে লিভারপুল। অন্যদিকে প্রতিপক্ষের মাঠ থেকে বড় পরাজয় নিয়ে মাঠ না ছাড়ার কৌশল নেয় পোর্তো। অনেকটা রক্ষণাত্মক খেলে সালাহ, মানেদের আক্রমণ প্রতিহত করেই যেন সন্তুষ্ট থাকে পর্তুগীজ ক্লাবটি। গত মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল লিভারপুল। এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ইংলিশ জায়ান্টরা। ম্যাচে শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, ২-০ গোলের জয় সত্যিকার অর্থেই বেশ ভাল ফল। খেলার আগে আমি এটিই চেয়েছিলাম। যা শেষ পর্যন্ত পেয়েছি। এটি ছিল দারুণ একটি ম্যাচ। নিয়ন্ত্রিত খেলা। যেখানে আমরা জয়ের শতভাগ দাবিদার। চমৎকার দুটি গোল করেছি। তারকা এই কোচ আরও বলেন, এখন আমাদের সেখানে (পোর্তো) গিয়ে লড়াই করতে হবে। ঘুরে দাঁড়ানোর জন্য পোর্তো তাদের সবধরনের কৌশল অবলম্বন করবে। এ কারণে আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স লীগে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় লিভারপুলের ফিরতি লেগে একটি গোল পেলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে। এতে সেমিফাইনালের টিকেট পেতে হলে নিজেদের মাঠে কমপক্ষে চার গোল করতে হবে পোর্তোকে। কাজটি যে ‘মহাকঠিন’ সেটা ভালমতোই জানেন পোর্তো কোচ সার্জিও কনসেটাও। তিনি বলেন, এখন ঘরের মাঠে আমাদের অবিশ্বাস্য কিছু করতে হবে। এ লক্ষ্যেই খেলবে ছেলেরা। কিন্তু সত্যিটা হচ্ছে কাজটা খুব কঠিন।
×