ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্ম নিয়ে চিন্তা!

প্রকাশিত: ১২:১৩, ১১ এপ্রিল ২০১৯

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফর্ম নিয়ে চিন্তা!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ মিঠুনই শুধু ঝলক দেখাতে পেরেছেন। সাব্বির একটি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। মিঠুন দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়া আর কোন ক্রিকেটার নিজেকে মেলে ধরতে পারেননি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে যারা খেলছেন তারাও খুব আহামরি কিছু করে দেখাতে পারছেন না। সামনে বিশ্বকাপ। ৩০ মে থেকে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। এর আগে ক্রিকেটারদের ফর্ম নিয়ে দেখা দিচ্ছে চিন্তা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুই যেমন বুধবার বলেছেন, ‘ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। প্লেয়ার যখনই যে মঞ্চেই খেলতে যাক না কেন, বিশেষ করে বিশ্বকাপে যখন খেলতে যাবে, সবসময় কিন্তু একটা আত্মবিশ্বাসের মধ্যে থাকতে হবে। ব্যাটসম্যান কিংবা বোলার, সঙ্গে যদি রান বা উইকেট থাকে তাহলে কিন্তু প্লেয়ার ভাল পজিশনে থাকে।’ নান্নু অবশ্য বিশ্বাস করছেন, যাদের নিয়ে বিশ্বকাপ দলে ভাবা হচ্ছে তারা ফর্মে ফিরে আসবেন। বিশ্বকাপের আগে লীগ খেলা হচ্ছে। আবার সামনে আছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজও। তাই ফর্মে ফিরবেন ক্রিকেটাররা, নান্নু মনে করছেন। তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস যারা রানে নেই, যাদের নিয়ে ভাবছি তারা অবশ্যই রানে ফিরে আসবে। সামনে অনেকগুলো ম্যাচ আছে। সময় আছে বিশ্বকাপের আগে। একটা ম্যাচ ক্লিক করলেই ধারাবাহিকতা চলে আসবে।’ বিশ্বকাপ শুরু হতে এখনও দেড়মাসের বেশি সময় বাকি। তাই ক্রিকেটাররা এর মধ্যে ফর্মে ফিরবেন সেই আশা করা হচ্ছে। লীগে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি কাঁধের ইনজুরি মুক্ত হতে চেষ্টা করছেন। মেহেদী হাসান মিরাজও চারটি ম্যাচ খেলে আঙ্গুলে চোট পেয়ে বিশ্রামে আছেন। মুশফিকুর রহীমও খেলছেন না। নিউজিল্যান্ড সফরে আঙ্গুলে চোট পেয়েছেন। আবার পাঁজরের ব্যথায়ও ভুগছেন। তবে মুশফিক আগেই লীগ না খেলার অনুমতি নিয়ে রেখেছিলেন। রুবেল হোসেনও লীগের ৮টি ম্যাচ খেলে এখন সাইড স্ট্রেনের চোটে পড়ে তা সারতে ব্যস্ত হয়ে পড়েছেন। তামিম ইকবালতো আগেই লীগ খেলবেন না সেই অনুমতি নিয়ে রেখেছেন। সাকিব আল হাসান ইনজুরিমুক্ত হয়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে আছেন। যদিও এক ম্যাচের বেশি বুধবার পর্যন্ত খেলতে পারেননি। মাহমুদুল্লাহ, মুশফিক, মিরাজ, রুবেল, তামিম, সাকিব খেলছেন না লীগ। বাকি যারা আছেন তারা খেলছেন। সর্বশেষ তাসকিন আহমেদও ইনজুরিমুক্ত হয়ে বুধবার থেকে লীগ খেলা শুরু করেছেন। কিন্তু কারও নৈপুণ্য নেই। এখানেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লীগে টানা দুই ম্যাচে উইকেটশূন্য রয়েছেন। লিটন কুমার দাস এক ম্যাচে ৮৪ রান করেছেন। কিন্তু বাকি দুই ম্যাচে নৈপুণ্য নেই। মোহাম্মদ মিঠুনের কাছ থেকেও আশানুরূপ নৈপুণ্য মিলছে না। পাঁচ ম্যাচ খেলে এক ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করতে পেরেছেন। মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য বল-ব্যাট হাতে কিছুটা উজ্জ্বল। মুস্তাফিজুর রহমান চার বছর পর লীগ খেলতে নেমেই ৩ উইকেট কবজা করেছেন। সাব্বির রহমান রুম্মন চুপসে গেছেন। ব্যাট হাতে রান নেই। শফিউল ইসলামের অবস্থাও কাহিল। সৌম্য সরকারও ব্যর্থতার বৃত্তেই আছেন। এমন অবস্থায় ক্রিকেটারদের কাছ থেকে নৈপুণ্য চাওয়া হচ্ছে। বিশ্বকাপের আগে এ মুহূর্তে যা মিলছে না। দল গঠন নিয়েও তাই চিন্তা আছে নির্বাচকদের। প্রধান নির্বাচক যেমন বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, এটা কিন্তু অনেক বড় টেস্ট। অবশ্যই এটা এমন একটা মঞ্চ, বিশ্বের সবচাইতে সেরা মঞ্চ হচ্ছে বিশ্বকাপ। সেই হিসেবে টেনশন অবশ্যই থাকবে দল গঠন নিয়ে। কেমন করে দল, এটা নিয়ে কিন্তু সবসময় চিন্তা-ভাবনা থাকবে। তারপরও বাইরের অনেকগুলো প্লেয়ারের চিন্তা-ভাবনার কারণ আছে। দেখা যাক সামনের সুপার লীগের ৩টা ম্যাচ শেষ হোক। আমি মনে করি আমাদের খেলোয়াড়রা অবশ্যই ফর্মে ফিরে আসবে। সামনে আয়ারল্যান্ডে সিরিজ আছে, সুপার লীগে অনেকগুলো ম্যাচ আছে। এর মাঝে আমরা যাদের নিয়ে চিন্তা-ভাবনা করছি তারা অবশ্যই ফর্মে ফিরে আসবে।’ নান্নু আবার চমক থাকার কথাও জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে এটা বলা মুশকিল, নতুন একজন দিচ্ছি কিনা। এই নিয়ে কিন্তু চিন্তা-ভাবনা চলছে, আলোচনা চলছে। দুই একদিনের মধ্যেই আমরা পুরো স্কোয়াডটাই রেডি করে ফেলব। কিছু থাকতেও পারে, আপনি যেটা জিজ্ঞেস করছেন হয়তো একজন থাকতেও পারে বা দুইজন থাকতেও পারে। আগে চূড়ান্ত করি স্কোয়াডটা, তারপরও আপনারা জানবেনই।’ চমক থাকবে কিনা সেটা পরের বিষয় আগেতো যারা নিয়মিত দলের ক্রিকেটার তাদের ফর্ম নিয়ে ভাবনায় পড়তে হচ্ছে।
×