ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তঃজেলা মহিলা কাবাডি শুরু

প্রকাশিত: ১২:১২, ১১ এপ্রিল ২০১৯

আন্তঃজেলা মহিলা কাবাডি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃজেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ডিসিপ্লিন), বাংলাদেশ পুলিশ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আঞ্জুমান আরা আকসির। আরও উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ও কাবাডি সাব-কমিটি আহ্বায়ক ফিরোজা করিম নেলীসহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা। প্রতিযোগিতায় ১৯ জেলার ২২৮ খেলোয়াড় অংশ নিয়েছেন। এবারের প্রতিযোগিতায় খেলোয়াড়দের বয়সের সীমা অনুর্ধ-১৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রথমদিনের খেলায় নড়াইল জেলা ২-০ পয়েন্টে ফরিদপুর জেলাকে, রাঙ্গামাটি জেলা ২-০ পয়েন্টে ময়মনসিংহ জেলাকে এবং রংপুর জেলা ২৭-২১ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে হারায়। জামালপুর জেলা কুমিল্লা জেলার বিরুদ্ধে ওয়াকওভার পায়। দ্বিতীয় বিভাগ ফুটবলে পূর্বাচলের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে বুধবার একটি খেলা অনুষ্ঠিত হয়। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পূর্বাচল পরিষদ ১-০ গোলে হারায় বিজি প্রেস এস এ্যান্ড আরসিকে। বিজয়ী দলের সাব্বির রানা একমাত্র গোলটি করেন।
×