ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ জয়ী লরিসের নৈপুণ্যে জয় টটেনহ্যামের

প্রকাশিত: ১২:১০, ১১ এপ্রিল ২০১৯

বিশ্বকাপ জয়ী লরিসের নৈপুণ্যে জয় টটেনহ্যামের

জাহিদুল আলম জয় ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফুটবলের অল-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। সার্জিও এ্যাগুয়েরো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় স্বাগতিক টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরেছে অতিথি সিটিজেনরা। আর্জেন্টাইন তারকার স্পট কিক অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ও অধিনায়ক হুগো লরিস। মঙ্গলবার রাতে লন্ডনে নবনির্মিত টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করেছে স্পার্সরা। আগামী বুধবার শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ইতেহাদ স্টেডিয়ামে আবার টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানসিটি। সেমিফাইনালে উঠতে হলে ওই ম্যাচটা জিততেই হবে পেপ গার্ডিওলার দলকে। আসলে এ যেন মুদ্রার উল্টোপিঠ দেখা। সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই টটেনহ্যাম। আর সিটিজেনরা রীতিমতো উড়ছে। যে কারণে ম্যাচে স্পষ্ট ফেবারিট ছিল গার্ডিওলার সিটি। কিন্তু তুখোড় ফর্মে থাকা এ্যাগুয়েরো ম্যাচের শুরুর দিকে পেনাল্টি মিস করায় তার মাসুল দিতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের। ফরাসীদের হয়ে বিশ্বকাপ জয়ী টটেনহ্যামের গোলরক্ষক লরিসের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত হয় সিটি। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল অতিথিরা। তবে সুযোগ পেলেই পাল্টা আক্রমণ শানায় স্পার্সরা। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলা সিটি ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায়। রাহিম স্টার্লিংয়ের শট স্বাগতিকদের ডি বক্সে ড্যানি রোজের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি কিক নিতে আসেন দলের আক্রমণভাগের মূল ভরসা এ্যাগুয়েরো। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকারের শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন রাশিয়া বিশ্বকাপ জয়ী ফরাসী গোলরক্ষক হুগো লরিস। ফলে হতাশ হতে হয় সিটি সমর্থকদের। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের সেরা তারকা ও অধিনায়ক হ্যারি কেন। এরপর বড় ধরনের উত্তেজনা ছাড়াই গোলশূন্য ড্র‘র দিকে এগোতে থাকে ম্যাচ। তবে খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগে গোলের দেখা মেলে। অর্থাৎ ম্যাচের ৭৮ মনিটে এরিকসেনের ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্স থেকে কোনাকুনি শটে গোল করেন টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন। শেষ পর্যন্ত এই গোলেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দারুণ এই জয়ে স্পার্সরা এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়ে যে তাদের তারকা অধিনায়ক হ্যারি কেনের ইনজুরির ঘটনাটিও কিছু সময়ের জন্য চাপা পড়ে গিয়েছিল। গত সপ্তাহে এই স্টেডিয়ামেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোল করেছিলেন সন হিউং। তবে ইউরোপীয় আসরে এটিই দক্ষিণ কোরিয়ান ফুটবল তারকার প্রথম গোল। যে কারণে ম্যাচটি দারুণ একটি মুহূর্ত উপহার দিয়েছে তাকে। টটেনহ্যামের জয়টি অনেকটাই অপ্রত্যাশিত। কারণ সিটিজেনদের বল নিয়ন্ত্রণের ফাঁকে তারা প্রতি আক্রমণের মধ্যেই নিজেদের ম্যাচকে আবর্তন করে রেখেছিল। তাছাড়া দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশ অধিনায়ক কেন প্রতিপক্ষের ফ্যাবিয়ান ডেলফ-এর সঙ্গে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর তাদের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করেছে মরিসিও পোচেট্টিনির দল। ইতোমধ্যে লীগ কাপের শিরোপা জয় করা সিটি ইংলিশ এফএ কাপেরও ফাইনালে পৌঁছে গেছে। এখানে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দৌড়েও তারা ভালমতো আছে। যে কারণে মৌসুমের চার শিরোপা ‘কোয়াড্রোপল’ জয়ের পথে বেশ ভালভাবেই টিকে ছিল গার্ডিওলা বাহিনী। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগে এই হার তাদের সেই সম্ভাবনা অনেকটাই ম্লান হয়েছে। এখন মৌসুমে চার শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে শেষ আটের ফিরতি লেগে জয়ের বিকল্প নেই ম্যানসিটির। কাজটা কঠিন হলেও অসম্ভবকে সম্ভব করার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির তারকা কোচ গার্ডিওলা। ফিরতি লেগ তাই বাঁচা-মরার লড়াই এ্যাগুয়েরো, সিলভা, গুন্ডোগান, জেসুস, ব্রুইনদের।
×