ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটনে মোমেন

রোহিঙ্গা নির্যাতন ॥ দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই

প্রকাশিত: ১১:২৬, ১১ এপ্রিল ২০১৯

রোহিঙ্গা নির্যাতন ॥ দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই

বাংলানিউজ ॥ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিনেটর ক্রিস্টোফার মার্ফির সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সিনেটর ক্রিস্টোফার মার্ফির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ড. মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় কংগ্রেসকে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা জরির জন্য আহ্বান জানান।
×