ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নববর্ষ অনুষ্ঠানের সময়সীমা রাত আটটা পর্যন্ত বৃদ্ধির দাবি

প্রকাশিত: ১১:২৬, ১১ এপ্রিল ২০১৯

নববর্ষ অনুষ্ঠানের সময়সীমা রাত আটটা পর্যন্ত বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ৮টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এক যৌথ বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ঢাকায় সন্ধ্যা ৬টা এবং অন্যত্র বিকেল ৫টার মধ্যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা সমাপ্ত করণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে দেশব্যাপী অনুষ্ঠান ও মেলা আয়োজনের সময়সীমা অন্ততঃপক্ষে রাত ৮টা পর্যন্ত বর্ধিতকরণের দাবি জানানো হয়েছে। যৌথভাবে বিবৃতি দেয়া বাকি প্রতিষ্ঠানগুলো হলো, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ চারুশিল্পী সংসদ।
×