ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইকো দুর্নীতি মামলা

খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়ে ২৩ এপ্রিল

প্রকাশিত: ১১:২৫, ১১ এপ্রিল ২০১৯

খালেদার বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়ে ২৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে ২৩ এপ্রিল ধার্য করেছে আদালত। বুধবার পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার পক্ষে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এদিন খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অনুপস্থিতিতে চার্জ শুনানি করা আইনসম্মত নয়।
×