ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহী-ঢাকা রুটে ছুটবে এবার বিরতিহীন ট্রেন ‘বনলতা’

প্রকাশিত: ১১:০০, ১১ এপ্রিল ২০১৯

রাজশাহী-ঢাকা রুটে ছুটবে এবার বিরতিহীন ট্রেন ‘বনলতা’

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ জীবনানন্দ দাশের লেখা সুবিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ সম্ভবত কবির চেয়েও জনপ্রিয় ছিলেন। এ কবিতাটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের কোন শেষ নেই। কবিতার বনলতা সেন এই নারী কে, এ নিয়ে মানুষের যুক্তি আর নানান অনুমানের বহু উদাহরণ থাকলেও এবার সেই বনলতা নাম পেল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ট্রেনটির নামকরণ করছেন। রাজশাহী বাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবার পশ্চিম রেলে রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ থেকেই ট্রেনটি চালু হওয়ার কথা থাকলেও প্রস্তুতিতে বিলম্বের কারণে চলতি মাসের ২০ তারিখের পর যে কোনদিন আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বিরতিহীন ট্রেনটি। সর্বশেষ বুধবার রাজশাহী-ঢাকা নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেনের নাম রাখা হচ্ছে ‘বনলতা’ এক্সপ্রেস। এদিন নতুন ট্রেনের এই নামটি চূড়ান্ত করা হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, ট্রেনটিতে মালয়েশিয়া থেকে আনা উন্নত মানের নতুন কোচ থাকবে। এর ফলে রাজশাহী বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। এ ট্রেনটি চালু হলে রাজশাহী-ঢাকা ট্রেন চলাচল আরও সুগম হবে। অল্প সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকা পৌঁছা সম্ভব হবে। এদিকে এ রুটে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরাসরি বিরতিহীন ট্রেনটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পৃথক বিবৃতিতে তারা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।
×