ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইর বিচারককে ২৪ এপ্রিল হাইকোর্টে তলব

প্রকাশিত: ১১:০০, ১১ এপ্রিল ২০১৯

চাঁপাইর বিচারককে ২৪ এপ্রিল হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ আদালতের আদেশের চার মাসে ৩ মামলা নিষ্পত্তি না করায় চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৪ এপ্রিল তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আইন অমান্য করে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে হাতকড়া পরানোর ঘটনায় আদালতে হাজিরা দিয়েছেন বাহুবলের ইউএনও জসীম উদ্দিন। আগামী ২৪ এপ্রিল তাকে আবারও হাজির হতে বলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনের আপোস অযোগ্য ১১(গ) ধারা ছয় মাসের মধ্যে সংশোধনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ বুধবার এসব আদেশ দিয়েছে। এদিকে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরে আগামী সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য আইনী নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত (এ্যানেক্স) ভবনের লিফটে এক আইনজীবীসহ ৬ জন প্রায় ৪০ মিনিট ধরে আটকা থাকার পর তাদের উদ্ধার করা হয়েছে। আদালতের আদেশের পরেও চার মাসে মামলা নিষ্পত্তি না করায় চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে তলব করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে আসমা খাতুন নামে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি নয়ন কর্মকার ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন। পরে নয়ন কর্মকার হাইকোর্টে জামিন আবেদন করেন। ২০১৮ সালের ৮ জুলাই হাইকোর্ট নয়ন কর্মকারকে জামিন না দিয়ে মামলাটি ৪ মাসের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। আদালতের আদেশের পরও মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। বিষয়টি আদালতের নজরে আসায় আদালত বুধবার চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে তলব করেন।
×