ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

আজহার ও কায়সারের আপীল শুনানি ১৮ জুন

প্রকাশিত: ১০:৫৮, ১১ এপ্রিল ২০১৯

আজহার ও কায়সারের আপীল শুনানি ১৮ জুন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপীল শুনানি ১৮ জুন। আদালত এ দিন নির্ধারণ করে বলেছে, ওই দিন আজহারের আপীল মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় ১ নম্বরে ও কায়সারের আপীল মামলাটি কার্যতালিকায় ২ নম্বরে থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপীল বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আজহারের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রথমে আদালতে শুনানির প্রস্তুতির জন্য ৮ সপ্তাহের সময় আবেদন করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তখন আদালত বলে, আমার হেয়ারিংয়ের জন্য যেদিন সময় দিব, ওই দিনই হেয়ারিং শুরু হবে। আপীল বিভাগে সর্বশেষ ২০১৬ সালের ৩০ আগস্ট মীর কাশেম আলীর মামলার রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর নতুন মামলার শুনানি হয়নি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া দ-ের বিরুদ্ধে ২৯টি মামলা আপীল শুনানি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর আগে আপীল বিভাগে ৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। এই সাতটি মামলার মধ্যে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। পরবর্তীতে ওই ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
×