ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্যালাক্সি নোট-১০ এর নতুন চার ফোন আনছে স্যামসাং

প্রকাশিত: ০৯:৪২, ১১ এপ্রিল ২০১৯

গ্যালাক্সি নোট-১০ এর নতুন চার ফোন আনছে স্যামসাং

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্যামসাং নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান কয়েকটি মডেলের স্মার্টফোন বাজারে ছাড়বে বলে গুঞ্জন উঠেছে। গেজেটস নাউ জানিয়েছে, গ্যালাক্সি নোট-১০ লাইনআপে নতুন চারটি ফোন যুক্ত করবে স্যামসাং। ৮ আগস্ট এগুলো বাজারে আসার কথা রয়েছে। স্যামসাংয়ের নতুন চারটি স্মার্টফোনের মধ্যে দুটি এলটিই মডেলের স্মার্টফোন। এগুলোর একটির ডিসপ্লে হবে ৬ দশমিক ২৮ ইঞ্চির এবং অন্যটির ৬ দশমিক ৭৫ ইঞ্চির। বাকি দুটি মডেলের ডিসপ্লের আকার একই হলেও সেগুলো ফাইভ-জি সাপোর্টেড। গ্যালাক্সি নোট সিরিজে কেন নতুন আরও চারটি মডেল যুক্ত করছে স্যামসাং- এমন প্রশ্ন করছেন অনেকে। নাফটা চুক্তি নিয়ে শঙ্কা অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন কংগ্রেস জানায়, আগামী ৩০ সেপ্টেম্বরে নাফটা চুক্তি সইয়ের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে তা সম্ভব হবে না। নতুন শঙ্কায় সংশোধিত নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা)। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টশিয়াল নির্বাচনকে কেন্দ্র করে পেছাতে পারে চুক্তি সইয়ের তারিখ। একই শঙ্কা প্রকাশ করে কানাডার পার্লামেন্ট সদস্যরা জানান, প্রয়োজনীয় কারিগরি উপাদান স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সই প্রায় অসম্ভব। এতে ট্রাম্প প্রশাসনের আরোপিত বাড়তি শুল্কারোপের হুমকিতে রয়েছে ত্রি-পক্ষীয় নাফটা চুক্তির অপর দুই দেশ কানাডা ও মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মুখে, দীর্ঘ আলোচনার পর নাফটা চুক্তি সংশোধনে সম্মত হয় অন্য দু’পক্ষ।
×