ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনেই কাট-অফ প্রাইসের নিচে এস্কোয়ার নিটের শেয়ার

প্রকাশিত: ০৯:৩৮, ১১ এপ্রিল ২০১৯

দ্বিতীয় দিনেই কাট-অফ প্রাইসের নিচে এস্কোয়ার নিটের শেয়ার

বস্ত্র খাতের নতুন কোম্পানি এস্কোয়ার নিট কম্পোজিটের শেয়ার দর লেনদেনের দ্বিতীয় দিনেই কাট-অফ প্রাইসের নিচে নেমে গেছে। বুধবার কোম্পানির শেয়ার দর ২.১০ টাকা বা ৪.৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৪৩.৩০ টাকায় লেনদেন হয়। গত ১০ বছরে নতুন তালিকাভুক্ত কোন কোম্পানির ক্ষেত্রেই এমনটি ঘটেনি। প্রসঙ্গত, এস্কোয়ার নিট কম্পোজিট প্রাথমিক গণপ্রস্তাব শেষে মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন শুরু করে। মঙ্গলবারে কোম্পানিটির শেয়ার দর মাত্র ৭০ পয়সা বা ১.৫৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। অর্থাৎ ওইদিনই শেয়ারটি কাট-অফ প্রাইসের কাছাকাছি ছিল। জানা গেছে, এস্কোয়ার নিটের কাট-অফ প্রাইস ছিল ৪৫ টাকা। শেয়ারটি ৪৫.৯০ টাকা দরে লেনদেন শুরু হলেও ৪৩.৩০ টাকায় লেনদেন ক্লোজিং হয়। সর্বশেষ ৪৩.৮০ টাকায় কোম্পানির শেয়ার দর লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×