ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাক্সিক্ষত লভ্যাংশ না ঘোষণায় হাইডেলবার্গ সিমেন্টের সর্বোচ্চ দরপতন

প্রকাশিত: ০৯:৩৭, ১১ এপ্রিল ২০১৯

কাক্সিক্ষত লভ্যাংশ না ঘোষণায় হাইডেলবার্গ সিমেন্টের সর্বোচ্চ দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টের আগের বছরের তুলনায় ২০১৮ সালের ব্যবসায় মুনাফা বেড়েছে। তারপরেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ ঘোষণার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছেন। পর্ষদের এমন অনাকাক্সিক্ষত সিদ্ধান্তে বুধবার কোম্পানিটির শেয়ার দরেও পতন হয়েছে। যা সার্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৮ সালে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪.৩৩ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ মঙ্গলবার ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এর আগের বছরের ১৪.২১ টাকা ইপিএসের বিপরীতে ছিল ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ। এ হিসাবে ইপিএস ১ শতাংশ বাড়লেও লভ্যাংশ অর্ধেকে নেমে এসেছে। কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ১৪.৩৩ টাকা ইপিএসের বিপরীতে ৭৫ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৭.৫০ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৫২ শতাংশ। বাকি ৪৮ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। কোম্পানিটির ২০১৮ সালে শেয়ার প্রতি ১৪.৩৩ টাকা হিসেবে মোট ৮০ কোটি ৯৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর মধ্যে শেয়ার প্রতি ৭৫ শতাংশ বা শেয়ার প্রতি ৭.৫০ টাকা হিসাবে ৪২ কোটি ৩৮ লাখ টাকা লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৩৮ কোটি ৫৯ লাখ টাকা রিজার্ভে যোগ হবে। ৫৬ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের হাইডেলবার্গ সিমেন্টে ৪১৩ কোটি ৪৬ লাখ টাকার রিজার্ভ রয়েছে। শেয়ার বিক্রি করবেন আর্গন ডেনিম পরিচালক অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমের এক পরিচালক সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির পরিচালক শাহ আদিব চৌধুরীর কাছে ৪২ লাখ ৪৮ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে হবে এই পরিচালককে।
×