ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

প্রকাশিত: ০৯:৩০, ১১ এপ্রিল ২০১৯

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

ইসরাইলে মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল বুধবার সকালে প্রকাশ হওয়ার পর নতুন একটি ডানপন্থী জোট সরকার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং বেঞ্জামিন নেতানিয়াহু রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন বলে তিনটি প্রধান ইসরাইলী টেলিভিশন চ্যানেল ঘোষণা করেছে। নেসেট ওয়েবসাইট ও ইসরাইলী টিভি চ্যানেলের মতে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ও সাবেক সেনা প্রধান বেনি গ্যান্তজোর নেতৃত্বাধীন নীল-সাদা জোট উভয়েই ৩৫টি করে আসনে জয় পেয়েছে। ২০১৫ সালের নির্বাচনের তুলনায় এবার লিকুদ পার্টি পাঁচটি আসন বেশি পেয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহু অবশ্য শক্তিশালী অবস্থানে রয়েছেন। কেননা সরকার গঠনের জন্য অপর ডানপন্থী দলগুলো তার নেতৃত্বে জোট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছে। জোটগতভাবে খুব সামান্য ব্যবধানেই জয়লাভ করেছে ডানপন্থী জোট। তারা বামপন্থী জোটের থেকে মাত্র দশটি আসন বেশি পেয়েছে। -বিবিসি, হারেতজ ও আলজাজিরা
×