ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোন আসনে কবে ভোট, আজ ৯১টিতে

প্রকাশিত: ০৯:২৯, ১১ এপ্রিল ২০১৯

কোন আসনে কবে ভোট, আজ ৯১টিতে

সাত দফায় অনুষ্ঠিতব্য নির্বাচনে আজ ভোট হচ্ছে ৯১ আসনে আজ প্রথম দফায় বিভিন্ন প্রদেশের যেসব আসনে ভোট হবে সেগুলো হলো-অন্ধ্রপ্রদেশের ২৫ আসন, অরুণাচলের দুই আসন, অসমের পাঁচ আসন, বিহারের চার আসন, ছত্তিশগড়ের একটি আসন, জম্মু ও কাশ্মীরের দুই আসন, মহারাষ্ট্রের সাত আসন, মণিপুরের এক আসন, মেঘালয়ের দুই আসন, মিজোরামের এক আসন, নাগাল্যান্ডের এক আসন, উড়িষ্যার চার আসন, সিকিমের এক আসন, তেলেঙ্গানার ১৭ আসন, ত্রিপুরার এক আসন, উত্তরপ্রদেশের আট আসন, উত্তরখ-ের পাঁচ আসন, পশ্চিমবঙ্গেও দুই আসন, আন্দামান ও নিকোবার দ্বীপের এক আসন ও লাক্ষা দ্বীপের একটি আসন। সাত দফা ভোটের প্রথম দফা অনুষ্ঠিত হচ্ছে আজ। অন্য দফায় যেসব আসনে ভোট হবে সেগুলো তুলে ধরা হলো- দ্বিতীয় দফার ভোট হবে আগামী ১৮ এপ্রিল। এদিন ৯৭ আসনে ভোটগ্রহণ করা হবে। যেসব আসনে ভোট হবে সেগুলো হলো- অসমের পাঁচটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের তিনটি, জম্মু ও কাশ্মীরের দুটি, কর্নাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১০টি, মণিপুরের একটি, উড়িষ্যার পাঁচটি, তামিলনাড়ুর ৩৯টি, ত্রিপুরার একটি, উত্তরপ্রদেশের আটটি, পশ্চিমবঙ্গেও তিনটি ও পদুচেরির একটি আসনে। তৃতীয় দফায় ১১৫ আসনে ভোট হবে ২৩ এপ্রিল। তৃতীয় দফায় ভোট হবে অসমের চারটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের সাতটি, গুজরাটের ২৬টি, গোয়ার দুটি, জম্মু ও কাশ্মীরের একটি, কর্নাটকের ১৪টি, কেরারার ২০টি, মহারাষ্ট্রের ১৪টি, উড়িষ্যার ছয়টি, উত্তরপ্রদেশের ১০টি, পশ্চিমবঙ্গের পাঁচটি, দাদরা ও নগর হাভেলির একটি ও দামান ও দিওর একটি আসনে। ২৯ এপ্রিল চতুর্থ দফায় ৭১ আসনে ভোট হবে। পঞ্চম দফায় ৬ মে ভোট অনুষ্ঠিত হবে ৫১ আসনে। সপ্তম ও শেষ দফায় ভোট অনুষ্ঠিত আগামী ১৯ মে। -এনডিটিভি
×