ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনাল ‘গেরো’ খুলবে মেসির?

প্রকাশিত: ০০:১০, ১০ এপ্রিল ২০১৯

কোয়ার্টার ফাইনাল ‘গেরো’ খুলবে মেসির?

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। চলতি মৌসুমে দুর্বার গতিতে ছুটছে বার্সা। আর্নেস্তো ভালভার্দের দল সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৬ ম্যাচে অপরাজিত আছে। সবশেষ ম্যাচে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ২-০ গোলে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে কাতালানরা একটি ম্যাচও হারেনি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড সম্প্রতি নিজেদের হারিয়ে খুঁজছে। ওলে গুনে সুলশারের দল সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচের তিনটিই হেরেছে। সবশেষ ম্যাচে প্রিমিয়ার লিগে উলভসের কাছে হেরেছে ২-১ গোলে। দুই দল সবশেষ চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল ২০১১ সালের ফাইনালে। ওয়েম্বলির ফাইনালে ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওল্ড ট্যাফোর্ডে ইউনাইটেডকে বার্সা কখনো হারাতে পারেনি। চার ম্যাচের দুটি জিতেছে ইউনাইটেড, অন্য দুটি ড্র হয়েছে। সবশেষ ২০০৭-০৮ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ‘রেড ডেভিল’রা জিতেছিল ১-০ গোলে।অবশ্য ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে তাদের শেষ ১১ নকআউট ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি, ছয়টি হেরেছে, তিনটি ড্র হয়েছে। সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই তারা জিততে ব্যর্থ হয়েছিল। বার্সা শেষ তিন মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে। আজ যদিও কাতালানরা ওল্ড ট্র্যাফোর্ডে ফেবারিট হিসেবেই খেলতে নামবে। ইউনাইটেডের মাঠে জিততে না পারার রেকর্ড বদলানোর ভালো সুযোগও। দুর্দান্ত ফর্মে আছেন বার্সার সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত গোল করেছেন ৪৩টি। এ ছাড়া সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৫টি। চ্যাম্পিয়নস লিগে ইংলিশ দলগুলোর বিপক্ষে ৩০ ম্যাচে মেসির গোল ২২টি। যা রেকর্ডও। এর মধ্যে ইউনাইটেডের বিপক্ষে চার ম্যাচে তার গোল দুটি। সেই গোল দুটি আবার ২০০৯ ও ২০১১ সালের ফাইনালে। যদিও চ্যাম্পিয়নস লিগে নিজের শেষ ১১ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেসি কোনো গোল করতে পারেননি। সবশেষ গোল করেছিলেন ২০১৩ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে। এরপর ৪৯ শটেও কোয়ার্টার ফাইনালে জালের দেখা পাননি ৩১ বছর বয়সি ফরোয়ার্ড। আজ কি সেই ‘গেরো’টা খুলতে পারবেন মেসি?
×