ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিকে শিক্ষক হতে নারীদেরও স্নাতক যোগ্যতা লাগবে

প্রকাশিত: ১৩:০৪, ১০ এপ্রিল ২০১৯

প্রাথমিকে শিক্ষক হতে নারীদেরও স্নাতক যোগ্যতা লাগবে

জনকণ্ঠ ডেস্ক ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে নারীদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। আগের বিধিমালা সংশোধন করে এ বিষয়ে নতুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারি করা হয়। আগে এইচএসসি পাস করে নারীরা প্রাথমিকের শিক্ষক হতে পারতেন। নতুন নিয়োগ বিধিতে বলা হয়েছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা অনার্স অথবা সমমানের ডিগ্রী থাকতে হবে। বয়সসীমা ২১ থেকে ৩০ বছর। তবে নারী প্রার্থীদের জন্য ৬০ শতাংশ কোটা বহাল থাকবে। ২০ শতাংশ পোষ্য কোটা ও বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। যদি ২০ শতাংশ কোটা পূরণ না হয়, তবে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। পদোন্নতির ক্ষেত্রে ৬৫ শতাংশ আর পিএসসির মাধ্যমে ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ দেয়া হবে। ২০১৩ সালে সর্বশেষ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা করেছিল সরকার।
×