ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রীনলাইনের মামলায় লড়তে চায় বাস মালিক সমিতি

প্রকাশিত: ১৩:০২, ১০ এপ্রিল ২০১৯

গ্রীনলাইনের মামলায় লড়তে চায় বাস মালিক সমিতি

বিডিনিউজ ॥ পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য আদালত আদেশজারির পর এ বিষয়ে আইনী লড়াই করতে আবেদন করেছে বাস মালিকদের সংগঠন। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এই মামলায় পক্ষভুক্ত হতে সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে। ৪ এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গ্রীনলাইনকে ১০ এপ্রিলের মধ্যে রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে সময় বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার একদিন আগেও গ্রীনলাইন ক্ষতিপূরণ দেয়ার কোন উদ্যোগ নেয়নি। গত বছর ২৮ এপ্রিল যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় পা হারান প্রাইভেটকার চালক রাসেল সরকার। পরে ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সাবেক এমপি আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ১২ মার্চ গ্রীনলাইন হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছিল। গ্রীনলাইন আপীল বিভাগে গিয়েও বিফল হওয়ার পর হাইকোর্ট ১০ এপ্রিলের মধ্যে অর্থ পরিশোধের সময় বেঁধে দিয়ে বলে, এই সময়ের মধ্যে টাকা দিতে না পারলে গ্রীনলাইনের সব বাস জব্দ করা হবে। গ্রীনলাইন এখন বিষয়টি আইনী পথে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।
×