ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে ফিরলেন কুজনেতসোভা

প্রকাশিত: ১১:৫৯, ১০ এপ্রিল ২০১৯

জয় দিয়ে ফিরলেন কুজনেতসোভা

স্পোর্টস রিপোর্টার ॥ কব্জি আর হাঁটুর ইনজুরিতে দীর্ঘদিন ভুগতে হয়েছে। গত বছর সেপ্টেম্বর থেকে কোর্টের বাইরে ছিলেন রাশিয়ান তারকা সভেতলানা কুজনেতসোভা। ৭ মাস সেই ইনজুরির সঙ্গে লড়াই শেষে আবার ফিরেছেন সুইজারল্যান্ডের লুগানোয় স্যামসাং ওপেনে। আর ফেরার পর প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছেন স্বদেশী একাতেরিনা আলেক্সান্দ্রোভার বিরুদ্ধে। তবে জার্মানির মোনা বার্থেল হেরে গেছেন রোমানিয়ার সোরানা সিরস্টির কাছে। চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা শেষ ষোলোয় উঠলেও বিদায় নিয়েছেন দুই নম্বর বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। দীর্ঘ ৭ মাস কোর্টের বাইরে থাকার পর ফেরাটা সহজ ছিল না কুজনেতসোভার জন্য। প্রথমে কব্জির ইনজুরি, এরপর আবার হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন এ রাশিয়ান তারকা। আর সে কারণেই তার স্বদেশী আলেক্সান্দ্রোভার বিরুদ্ধে বেশ সংগ্রাম করতে হয়েছে স্যামসাং ওপেনের প্রথম রাউন্ডে। লুগানোয় হওয়া ম্যাচটিতে প্রথম সেটেই হেরে যান তিনি ৬-৩ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্রতিপক্ষের ভুলে। তৃতীয় সেটে টাইব্রেক পর্যন্ত লড়তে হয়েছে জয় তুলে নিতে। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৬, ৬-২, ৭-৬ (৮-৬) সেটে জিতে যান কুজনেতসোভা ২ ঘণ্টা ২৪ মিনিটের দীর্ঘস্থায়ী লড়াইয়ে। পরবর্তী রাউন্ডে তিমিয়া ব্যাকসিনস্কি ও তামারার মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন তিনি। ৩৩ বছর বয়সী এ রাশিয়ান তারকা ২০০৯ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০০৪ সালে ইউএস ওপেন জিতেছিলেন। এর আগেই অবশ্য ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে যাওয়ার কারণে ২০০৭ সালের সেপ্টেম্বরে উঠে এসেছিলেন ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে।
×